Logo

কেমন থাকবে ঈদের দিনের আবহাওয়া?

ঈদের দিন তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, তাপপ্রবাহও অব্যাহত থাকবে। কোথাও বৃষ্টিও হবে না।

ফাইল ছবি

বাংলা ফ্লো প্রতিবেদক

ঢাকা: সোমবার (৩১ মার্চ) দেশজুড়ে নানা আয়োজনের মাঝে পালিত হবে ঈদুল ফিতর। তবে এ দিন আনন্দের মাত্রার সঙ্গে দাপট দেখাতে পারে চৈত্রের তাপমাত্রাও। দেশের কোনো স্থানে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। যেসব এলাকায় তাপপ্রবাহ বিদ্যমান তা কমার কোনও সম্ভবনা নেই।

রোববার (৩০ মার্চ) আবহাওয়া অধিদফতর এসব তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটি বলছে, রোববার ঢাকাসহ দেশের ২২ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ। এর মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল যশোরে ৪১ ডিগ্রি সেলসিয়াস। এ হিসেবে তাপমাত্রা কিছুটা কমেছে। তবে এর চেয়ে বেশি আর কমবে না বলে জানিয়েছেন আবহাওয়া হাফিজুর রহমান।

তিনি বলেন, ‘ঈদের দিন তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, তাপপ্রবাহও অব্যাহত থাকবে। কোথাও বৃষ্টিও হবে না।’

আবহাওয়া অধিদফতর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

তাপপ্রবাহ বয়ে যাওয়া ২২ জেলার মধ্যে নওগাঁর বদলগাছিতে ৩৬; বগুড়ায় ৩৬ দশমিক ২; বরিশাল ও পটুয়াখালীতে ৩৬ দশমিক ৫; কুষ্টিয়ার কুমারখালি, শ্রীমঙ্গল ও নারায়ণগঞ্জ ৩৭, মোংলা ৩৭ দশমিক ২, সাতক্ষীরা ও মানিকগঞ্জের আরিচায় ৩৭ দশমিক ৫, ঢাকায় ৩৭ দশমিক ৮, কয়রা ও টাঙ্গাইল ৩৮, গোপালগঞ্জ ৩৮ দশমিক ২, ফরিদপুর ৩৮ দশমিক ৩, খুলনা ও রাজশাহীতে ৩৮ দশমিক ৪, চুয়াডাঙ্গায় ৩৮ দশমিক ৫, পাবনার ঈশ্বরদীতে ৩৮ দশমিক ৮, রাজশাহীর বাঘাবাড়িতে ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদরা বলেন, ৩৬ ডিগ্রি থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে বলা হয় মৃদু তাপপ্রবাহ, ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ মাঝারি, ৪০ থেকে ৪১ দশমিক ৯ তীব্র আর ৪২ ডিগ্রির বেশ হলে তাকে অতি তীব্র তাপপ্রবাহ বলা হয়।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবারের পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো না বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বাংলাফ্লো/এসবি

Leave a Comment

Comments 0