Logo

ঘুমন্ত মাকে কুপিয়ে হত্যা করেন সিয়াম

জেলার আখাউড়ায় নাসিমা আক্তার (৫৫) নামের এক নারীকে হত্যার ঘটনায় তার ছেলে সিয়ামকে (১৯) আটক করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: জেলার আখাউড়ায় নাসিমা আক্তার (৫৫) নামের এক নারীকে হত্যার ঘটনায় তার ছেলে সিয়ামকে (১৯) আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণ ইউনিয়নের আনন্দপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। নিহত নাসিমা আনন্দপুর গ্রামের মিজান মোল্লার স্ত্রী।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন জানান, হত্যাকাণ্ডের পর নিহতের ছেলে সিয়াম নাটক সাজান, তার মামাবাড়ির লোকজনের সঙ্গে তাদের বিরোধ ছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। তখন নিহতের নাতনি ও সিয়ামের ভাগনে সাত বছরের শিশু ওমর ফারুক পুলিশকে চাঞ্চল্যকর দেয়। সে জানায়, তার সামনেই নানি নাসিমা বেগমকে কুপিয়ে হত্যা করেন মামা সিয়াম। পরে সিয়ামকে আটক করে পুলিশ।

ওসি আরও জানান, সিয়াম কী কারণে তার মাকে হত্যা করেছেন তা এখনও জানা যায়নি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্যে হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

জেবি