বহিরাগত মানুষ এনে চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে সব ধরণের চিকিৎসা সেবা বন্ধের ঘোষণা দিয়েছেন কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের শিক্ষার্থী ও প্রশিক্ষণরত চিকিৎসকরা। ঘোষণা অনুযায়ী রোববার (২৩ মার্চ) চিকিৎসাসেবা বন্ধ রাখবেন তারা।
শনিবার (২২ মার্চ) এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছেন কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের শিক্ষার্থী ও প্রশিক্ষণরত চিকিৎসকরা।
বিবৃতিতে জানানো হয়, পারুল বেগম নামে একজন রোগীর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ অবস্থায় কুমেক হাসপাতালে চিকিৎসা দিতে নিয়ে আসেন স্বজনরা। এ সময় রোগীর অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ ছিলো। তাৎক্ষণিকভাবে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়ার পরেও পারুল বেগমের স্বাস্থ্যের অবনতি ঘটে এবং শুক্রবার আনুমানিক রাত ৯টায় তিনি মৃত্যুবরণ করেন।
বিবৃতিতে প্রশিক্ষণরত চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা জানান, রোগী মারা যাওয়ার পর রোগীর স্বজন এবং তাদের সাথে থাকা বহিরাগত লোকজন কর্তব্যরত চিকিৎসকদের সাথে উচ্চবাচ্য করতে থাকে। তারা চিকিৎসকদের গায়ে হাতও তোলে। একই সাথে উৎসুক জনতাকে উসকে দিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে। এরপর আনসার, পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বিবৃতিতে আরও জানানো হয়, এ ঘটনায় বহিরাগত মানুষ এনে চিকিৎসক ও শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি হাসপাতালে কর্মরত চিকিৎসক ও ক্যাম্পাসের শিক্ষার্থীদের পূর্ণ নিরাপত্তার বিষয়ে অতি সত্ত্বর পদক্ষেপ নেওয়ার জন্য এবং ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ি স্থাপনের জন্য কুমেক ও হাসপাতাল প্রশাসনের প্রতি আমরা জোর দাবি জানাচ্ছি। আমাদের দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামীকাল ইমার্জেন্সি, আউটডোর, ইনডোরসহ সব ধরনের সেবা বন্ধ থাকবে।
বাংলাফ্লো/এসবি
Comments 0