Logo

টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ ৭ মাদক পাচারকারী আটক

ইঞ্জিন চালিত একটি কাঠের বোটের ইঞ্জিন রুমের ভেতরে বিশেষভাবে লুকানো একটি ব্যাগে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফে কোস্ট গার্ড ও র‌্যাবের যৌথ অভিযানে ৪০ হাজার পিস ইয়াবাসহ ৭ জন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার ভোররাতে কোস্ট গার্ডের পূর্ব জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট শাহপরী এবং র‌্যাব-১৫ সিপিসি-১ এর সমন্বয়ে টেকনাফ থানাধীন মহেশখালীয়া পাড়া হ্যাচারি সংলগ্ন সমুদ্র এলাকায় একটি যৌথ অভিযান চালানো হয়। অভিযানকালে ইঞ্জিন চালিত একটি কাঠের বোটের ইঞ্জিন রুমের ভেতরে বিশেষভাবে লুকানো একটি ব্যাগে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ৭ জন মাদক পাচারকারীকেও আটক করা হয়।

আটককৃতরা হলেন: সুলতান আহমেদ (৩৫), জাহাঙ্গীর হোসেন (২৬), আব্দুল্লাহ (২০), রিয়াজ উদ্দীন (১৯), আব্দুল মান্নান (২৫), কামাল হোসেন (৩০) এবং জাহাঙ্গীর আলম (২৯)। তারা সকলেই টেকনাফের বাসিন্দা।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা আরও জানান, জব্দকৃত ইয়াবা এবং আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।