Logo

নিন্টেন্ডো সুইচ ২: নতুন গেমিং ডিভাইসের উন্মাদনার মাঝে মূল্য বৃদ্ধির আশঙ্কা

হাশিগুচি বলেন, "আমি ভাবতেই পারিনি লটারি জিতব। সোশ্যাল মিডিয়ায় সবাই বলছিল তারা সুযোগ পায়নি, তাই আমিও আশা ছাড়ছিলাম।"

ছবিঃ সংগৃহীত

বাংলাফ্লো ডেস্ক

ঢাকা: নিন্টেন্ডো তাদের নতুন গেমিং কনসোল Switch 2 প্রথমবারের মতো সাধারণ মানুষের সামনে উপস্থাপন করলো চিবার মাকুহারি মেসে কনভেনশন সেন্টারে। আগ্রহী গেমাররা সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে ছিলেন নতুন গেম Mario Kart World, Donkey Kong Bonanza সহ নানা আকর্ষণীয় টাইটেল উপভোগ করার জন্য। নিন্টেন্ডো সুইচ ২ নিয়ে বিশ্বব্যাপী ব্যাপক উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। জাপানে কনসোলটি কেনার জন্য আয়োজিত লটারিতে ২২ লাখেরও বেশি আবেদন জমা পড়ে, যা নিন্টেন্ডোর প্রত্যাশাকেও ছাড়িয়ে যায়। ২৮ বছর বয়সী হিউমা হাশিগুচি বলেন, \আমি ভাবতেই পারিনি লটারি জিতব। সোশ্যাল মিডিয়ায় সবাই বলছিল তারা সুযোগ পায়নি, তাই আমিও আশা ছাড়ছিলাম।

তবে এই উন্মাদনার মাঝেও আছে কিছু উদ্বেগ। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আমলে বিভিন্ন দেশের ওপর আরোপিত বাড়তি ট্যারিফের কারণে গেমিং কনসোল ডিভাইসের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ফলে গেম কনসোলের পাশাপাশি আনুষঙ্গিক সামগ্রীর মূল্যও বৃদ্ধি পেতে পারে বলে উদ্বিগ্ন অনেক ভোক্তা। রিয়েল এস্টেট কোম্পানির কর্মচারী হিদেনোরি তানাকা বলেন, \ট্যারিফ বৃদ্ধির কারণে কনসোল ও আনুষঙ্গিক জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার ব্যাপারে আমি চিন্তিত।

নিন্টেন্ডো জানিয়েছে, সুইচ ২ এর দাম জাপানে নির্ধারণ করা হয়েছে ৪৯,৯৮০ ইয়েন (প্রায় ৩৫০ মার্কিন ডলার) এবং যুক্তরাষ্ট্রে প্রাথমিকভাবে কিছুটা অনিশ্চয়তা থাকলেও অবশেষে দাম রাখা হয়েছে ৪৪৯.৯৯ মার্কিন ডলার। এছাড়া, নিউ ইয়র্ক, বার্লিন এবং হংকং সহ বিশ্বের বিভিন্ন শহরেও সুইচ ২-এর হাতে কলমে অভিজ্ঞতার আয়োজন করা হয়েছে।

নিন্টেন্ডোর পুরনো সুইচ কনসোল ২০১৭ সালে মুক্তি পাওয়ার পর থেকে বিশ্বব্যাপী ১৫ কোটিরও বেশি ইউনিট বিক্রি হয়েছে, যা কোম্পানির ভাগ্য বদলে দেয়। নতুন সুইচ ২-এর ক্ষেত্রেও এমন সাফল্যের প্রত্যাশা করা হচ্ছে, যদিও বৈশ্বিক বাণিজ্য অস্থিরতার কারণে কিছুটা সতর্কতার সুরও শোনা যাচ্ছে।

সূত্র:রয়টার্স

বাংলাফ্লো/আফি

Leave a Comment

Comments 0