Logo

পারিবারিক কলহে বাবাকে কুপিয়ে হত্যা, পালানোর সময় ছেলের মৃত্যু

শরীয়তপুরের নড়িয়ায় পারিবারিক কলহের জেরে এক ব্যক্তি তার বাবাকে কুপিয়ে হত্যা করেন। ঘটনার পর পালানোর সময় অভিযুক্ত ছেলেরও মৃত্যু হয়েছে

ডেস্ক রিপোর্ট: শরীয়তপুরের নড়িয়ায় পারিবারিক কলহের জেরে এক ব্যক্তি তার বাবাকে কুপিয়ে হত্যা করেন। ঘটনার পর পালানোর সময় অভিযুক্ত ছেলেরও মৃত্যু হয়েছে।

রোববার রাতে নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের চেরাগ আলী বেপারী কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ছেলের মৃত্যু হয়েছে।

নিহত ব্যক্তি মকবুল হোসেন মোল্লা (৬৫) ওই এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর ছেলে রুবেল মোল্লা (৩৩) মালয়েশিয়া প্রবাসী ছিলেন। নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মকবুল হোসেন মোল্লা দুটি বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রীর মৃত্যুর পর তিনি দ্বিতীয় বিয়ে করেন। প্রথম স্ত্রীর সন্তান রুবেল মোল্লার সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। রোববার বিকেলে রুবেল বাড়ির আঙ্গিনার কিছু আমগাছ কেটে ফেলেন। সন্ধ্যায় বাবা মকবুল হোসেন এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে দুজনের মধ্যে তর্ক বেধে যায়।

পুলিশের তথ্য অনুযায়ী, তর্কের একপর্যায়ে রুবেল ক্ষিপ্ত হয়ে দা দিয়ে বাবাকে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে মকবুল হোসেনকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁর মৃত্যু ঘোষণা করেন।

পুলিশ আরও জানায়, বাবাকে কুপিয়ে হত্যার পর রুবেল পালানোর চেষ্টা করেন। এ সময় বাড়ির পাশের ফসলি জমিতে পড়ে তাঁর মৃত্যু হয়। পুলিশের প্রাথমিক ধারণা, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রুবেলের মৃত্যু হয়েছে।

মরদেহ দুটি সুরতহাল পরীক্ষা শেষে শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।