Logo

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ স্যাটেলাইট-১’

অন্তর্বর্তী সরকার বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ স্যাটেলাইট-১’ (বিএস-১) রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (ফাইল ছবি)

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকার বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ স্যাটেলাইট-১’ (বিএস-১) রাখার সিদ্ধান্ত নিয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের অনুমোদনের পর এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে অন্তর্বর্তী সরকার বিভিন্ন খাতে সংস্কার ও নাম পরিবর্তনের পদক্ষেপ নিচ্ছে। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নাম পরিবর্তন করা হলো। উপসচিব রফিকুল ইসলাম বলেন, \উপদেষ্টা পরিষদের বৈঠকের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি নাম পরিবর্তনের প্রস্তাব পাঠিয়েছিল। প্রধান উপদেষ্টা অনুমোদন দিয়েছেন এবং আমরা স্যাটেলাইট কোম্পানিকে চিঠি দিয়েছি। তারা পরবর্তী ব্যবস্থা নেবে।\

এই সিদ্ধান্তের মাধ্যমে সরকার বিভিন্ন স্থাপনা ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের প্রক্রিয়া অব্যাহত রেখেছে।