Logo

বাংলাদেশ রেলওয়ের নতুন সময়সূচি: ৩৫টি ট্রেনের সময় ও গন্তব্য পরিবর্তন

আগামী ১০ মার্চ থেকে বাংলাদেশ রেলওয়ের ৫৪তম ওয়ার্কিং টাইম টেবিল অনুযায়ী ৩৫টি ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে এছাড়াও, ১৫টি ট্রেনের প্রারম্ভিক সময় এবং ৪ জোড়া ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিনও পরিবর্তিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ১০ মার্চ থেকে বাংলাদেশ রেলওয়ের ৫৪তম ওয়ার্কিং টাইম টেবিল অনুযায়ী ৩৫টি ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এছাড়াও, ১৫টি ট্রেনের প্রারম্ভিক সময় এবং ৪ জোড়া ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিনও পরিবর্তিত হয়েছে। নতুন এই সময়সূচি যাত্রীদের সুবিধার্থে প্রণয়ন করা হয়েছে। নিচে বিস্তারিত দেওয়া হলো:


ঢাকা-চট্টগ্রাম রুটের জনপ্রিয় ট্রেনের সময়সূচি পরিবর্তন:

  1. সুবর্ণ এক্সপ্রেস:
  2. চট্টগ্রাম থেকে: আগে সকাল ৭টা ৩০ মিনিটে ছাড়ত, এখন সকাল ৭টা থেকে ছাড়বে।
  3. ঢাকায় পৌঁছানোর সময়: সকাল ১১টা ২৫ মিনিট (অপরিবর্তিত)।
  4. সোনার বাংলা এক্সপ্রেস:
  5. চট্টগ্রাম থেকে: আগে বিকাল ৪টা ৪৫ মিনিটে ছাড়ত, এখন বিকাল ৫টা থেকে ছাড়বে।
  6. ঢাকায় পৌঁছানোর সময়: রাত ৯টা ৫৫ মিনিট (অপরিবর্তিত)।
  7. চট্টলা এক্সপ্রেস:
  8. চট্টগ্রাম থেকে: সকাল ৬টা থেকে ছাড়বে এবং ঢাকায় পৌঁছাবে দুপুর ১২টা ৪০ মিনিটে
  9. ঢাকা থেকে: দুপুর ১টা ৪৫ মিনিটে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে রাত ৮টা ৩০ মিনিটে
  10. পাহাড়িকা এক্সপ্রেস:
  11. চট্টগ্রাম থেকে: সকাল ৭টা ৫০ মিনিটে ছাড়বে এবং সিলেট পৌঁছাবে বিকাল ৩টা ৫৫ মিনিটে
  12. উদয়ন এক্সপ্রেস:
  13. সিলেট থেকে: রাত ১০টা থেকে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে ভোর ৫টা ৫০ মিনিটে


অন্যান্য রুটের ট্রেনের সময়সূচি পরিবর্তন:

  1. জামালপুর এক্সপ্রেস:
  2. ঢাকা থেকে: সকাল ১০টা থেকে ছেড়ে ভূঞাপুর পৌঁছাবে বিকাল ৪টা ৪৫ মিনিটে
  3. যমুনা এক্সপ্রেস:
  4. ঢাকা থেকে: বিকাল ৪টা ৪৫ মিনিটে ছেড়ে তারাকান্দি পৌঁছাবে রাত ১১টা ৫০ মিনিটে
  5. মেঘনা এক্সপ্রেস:
  6. চট্টগ্রাম থেকে: বিকাল ৫টা ১৫ মিনিটে ছেড়ে চাঁদপুর পৌঁছাবে রাত ৯টা ২৫ মিনিটে
  7. তিস্তা এক্সপ্রেস:
  8. ঢাকা থেকে: সকাল ৭টা ৩০ মিনিটে ছেড়ে দেওয়ানগঞ্জ পৌঁছাবে দুপুর ১২টা ৫০ মিনিটে
  9. মোহনগঞ্জ এক্সপ্রেস:
  10. ঢাকা থেকে: দুপুর ১টা ১৫ মিনিটে ছেড়ে মোহনগঞ্জ পৌঁছাবে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে
  11. গোধূলি এক্সপ্রেস:
  12. চট্টগ্রাম থেকে: বিকাল ৩টা থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে রাত ৮টা ৪৫ মিনিটে
  13. মহানগর এক্সপ্রেস:
  14. চট্টগ্রাম থেকে: দুপুর ১২টা ৩০ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে
  15. তূর্ণা এক্সপ্রেস:
  16. চট্টগ্রাম থেকে: রাত ১১টা ৩০ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে ভোর ৫টা ১০ মিনিটে
  17. বিজয় এক্সপ্রেস:
  18. চট্টগ্রাম থেকে: সকাল ৯টা ১৫ মিনিটে ছেড়ে জামালপুর পৌঁছাবে সন্ধ্যা ৬টায়
  19. কিশোরগঞ্জ এক্সপ্রেস:
  20. কিশোরগঞ্জ থেকে: বিকাল ৪টা থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে রাত ৮টায়


সাপ্তাহিক বন্ধের দিন পরিবর্তন:

  1. পারাবত এক্সপ্রেস: আগে সোমবার বন্ধ ছিল, এখন মঙ্গলবার বন্ধ থাকবে।
  2. হাওর এক্সপ্রেস: আগে শুক্রবার বন্ধ ছিল, এখন বুধবার বন্ধ থাকবে।
  3. মোহনগঞ্জ-ঢাকা এক্সপ্রেস: আগে শনিবার বন্ধ ছিল, এখন বৃহস্পতিবার বন্ধ থাকবে।
  4. কিশোরগঞ্জ এক্সপ্রেস: আগে মঙ্গলবার বন্ধ ছিল, এখন সোমবার বন্ধ থাকবে।
  5. মোহনগঞ্জ এক্সপ্রেস: আগে বুধবার বন্ধ ছিল, এখন শুক্রবার বন্ধ থাকবে।


রেলওয়ের বিবৃতি:

রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান পরিবহন কর্মকর্তা (সিওপিএস) ও ওয়ার্কিং টাইম টেবিল প্রণয়ন কমিটির প্রধান মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, যাত্রীদের সুবিধা ও চাহিদা বিবেচনা করে নতুন এই সময়সূচি প্রণয়ন করা হয়েছে। এই পরিবর্তনগুলি আগামী ১০ মার্চ থেকে কার্যকর হবে।

এই নতুন সময়সূচি যাত্রীদের জন্য আরও সুবিধাজনক ও সময়সাশ্রয়ী হবে বলে রেলওয়ে কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন।