Logo

বাংলাদেশের সমস্যা সমাধানে গণতান্ত্রিক উপায় চায় ভারত

ভারত বাংলাদেশের সব ধরনের সমস্যা সমাধানে অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ের ওপর জোর দিয়েছে। শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।

ডেস্ক রিপোর্ট: ভারত বাংলাদেশের সব ধরনের সমস্যা সমাধানে অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ের ওপর জোর দিয়েছে। শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।

জয়সওয়াল বলেন, ‘আমরা শান্তিপূর্ণ ও স্থিতিশীল বাংলাদেশ চাই, যেখানে গণতান্ত্রিক উপায়ে এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে সব সমস্যার সমাধান হবে।’ তিনি বাংলাদেশের ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি’ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, ‘চরমপন্থীদের মুক্তি পাওয়ায় আমরা উদ্বিগ্ন। বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে আমরা এখনও চিন্তিত।’

সংখ্যালঘুদের নিরাপত্তা বিষয়ে জয়সওয়াল বলেন, ‘হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। সংখ্যালঘুদের সম্পত্তি ও ধর্মীয় স্থানগুলোর নিরাপত্তাও সুনিশ্চিত করতে হবে।’ তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ২৩৭৪টি সংখ্যালঘু নির্যাতনের মামলা দায়ের হয়েছে, যার মধ্যে ১২৫৪টি ঘটনা পুলিশ খতিয়ে দেখেছে। তিনি বলেন, ‘এই ঘটনাগুলোকে রাজনৈতিক মোড়ক দেওয়ার চেষ্টা করা হচ্ছে। হিংসাত্মক ঘটনাগুলোর যথাযথ তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনা উচিত।’

এদিকে, কলকাতায় বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা যৌথ নদী কমিশনের ৮৬তম বৈঠকে গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। জয়সওয়াল বলেন, এই বৈঠক ১৯৯৬ সালের গঙ্গা পানি চুক্তির বাস্তবায়ন নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠিত কাঠামোগত ব্যবস্থার অংশ। বৈঠকে উভয় পক্ষ গঙ্গা পানি চুক্তি, জলপ্রবাহ, পরিমাপ এবং অন্যান্য প্রযুক্তিগত বিষয় নিয়ে আলোচনা করেছে।