বিশেষ প্রতিনিধি: বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্তির যে সুপারিশ এসেছে, সে বিষয়ে আজ মঙ্গলবার একটি বড় সিদ্ধান্ত আসতে পারে। বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় র্যাবের ভবিষ্যত নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জাতিসংঘের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে সহিংসতার পর যে প্রতিবেদন দেওয়া হয়েছে, তাতে র্যাবের বিলুপ্তির সুপারিশ করা হয়েছে। গুমসংক্রান্ত কমিশনও একই ধরনের সুপারিশ করেছে, আর বিএনপিও র্যাবের বিলুপ্তি দাবি করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আজ স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব) জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইন-শৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় র্যাব বিলুপ্তির সুপারিশের বিষয় নিয়েও আলোচনা হতে পারে।
এছাড়া,র্যাবকে বিলুপ্ত না করে নতুন নামে সংস্থা চালানোর চিন্তাভাবনাও চলছে বলে জানা গেছে। তবে উচ্চ পর্যায়ের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, এবং তা প্রধান উপদেষ্টার অনুমোদন সাপেক্ষে বাস্তবায়ন হবে।
এ বিষয়ে জানতে চাইলে আইজিপি বাহারুল আলম জানিয়েছেন, ‘বিষয়টি নিয়ে আমার কিছু জানা নেই।’