Logo

সীতাকুণ্ডে শিব চতুর্দশী মেলায় পদদলিত হয়ে ৩ পুণ্যার্থীর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় শিব চতুর্দশী মেলা

সীতাকুণ্ডে শিব চতুর্দশী মেলায় পদদলিত হয়ে ৩ পুণ্যার্থীর মৃত্যু

সীতাকুন্ডু প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় শিব চতুর্দশী মেলার দ্বিতীয় দিনে চন্দ্রনাথ ধামে যাওয়ার সময় প্রচণ্ড ভিড়ের মধ্যে পদদলিত হয়ে তিন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন পুরুষ ও দুজন নারী রয়েছেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা ও দুপুর ১টার দিকে দুটি পৃথক ঘটনায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পুরুষ ব্যক্তির নাম বান্টু লাল দাস (৫৫)। তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা। নিহত দুই নারীর পরিচয় এখনো জানা যায়নি। তাদের একজন আনুমানিক ৪৫ বছর এবং অন্যজন ১৮ বছর বয়সী ছিলেন।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সাইদুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ১০টার দিকে এক তরুণী পদদলিত হয়ে মারা যান। পরে দুপুর ১টার দিকে বান্টু লাল দাস ও অপর এক নারী একইভাবে মারা যান। ফায়ার সার্ভিসের একটি টিম মরদেহ উদ্ধার করে থানায় হস্তান্তর করে।

নিহত বান্টু দাসের স্ত্রী লক্ষ্মী দাস বলেন, \প্রচণ্ড ভিড়ের কারণে আমার স্বামী পদদলিত হয়ে মারা গেছেন।\

স্থানীয় সূত্রে জানা গেছে, শিব চতুর্দশী তিথি উপলক্ষে চন্দ্রনাথ ধামে ১০ থেকে ১২ লাখ পুণ্যার্থীর সমাগম ঘটে। মঙ্গলবার সন্ধ্যা থেকে ভিড় বাড়তে থাকে। এ সময়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও দুর্ঘটনা এড়ানো যায়নি।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, \প্রচণ্ড ভিড়ের কারণে পদদলিত হয়ে তিন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।\