Logo

২৭তম বিসিএসে বঞ্চিত ১১৩৭ জনকে চাকরি ফেরত দেওয়ার রায় দিল সুপ্রিম কোর্ট

২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত এক হাজার ১৩৭ জনের চাকরি ফেরত দিতে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আবেদনকারীদের জ্যেষ্ঠ আইনজীবী সালাহ উদ্দিন দোলন সাংবাদিকদের জানান, রায়টি অনুযায়ী, ১২শ’ জনের মধ্যে যারা যোগ দিতে চান, তারা ২৭তম বিসিএস ব্যাচে যোগ দিয়ে জ্যেষ্ঠতাসহ নিয়োগ পাবেন।

নিজস্ব প্রতিবেদক: ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত এক হাজার ১৩৭ জনের চাকরি ফেরত দিতে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ পৃথক তিনটি আপিল মঞ্জুর করে এই রায় প্রদান করেন।

আবেদনকারীদের জ্যেষ্ঠ আইনজীবী সালাহ উদ্দিন দোলন সাংবাদিকদের জানান, রায়টি অনুযায়ী, ১২শ’ জনের মধ্যে যারা যোগ দিতে চান, তারা ২৭তম বিসিএস ব্যাচে যোগ দিয়ে জ্যেষ্ঠতাসহ নিয়োগ পাবেন।

এখন প্রশ্ন উঠেছে, কতদিনের মধ্যে নিয়োগ দেওয়া হবে। এর জবাবে তিনি বলেন, হাইকোর্টের রায়ে ৯০ দিনের মধ্যে নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে, এবং আপিল বিভাগের রায়ও ওই ৯০ দিন বহাল রেখেছে।

এদিকে, ২০০৭ সালের ২১ জানুয়ারি ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় ৩,৫৬৭ জন উত্তীর্ণ হন। তবে, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদ ওই বছরের ৩০ মে প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিল করার সিদ্ধান্ত নেয় এবং সরকারি কর্মকমিশন দ্বিতীয় মৌখিক পরীক্ষার আয়োজন করে।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে পরীক্ষার্থীরা হাইকোর্টে আবেদন করেন এবং ২০০৯ সালের ১১ নভেম্বর হাইকোর্ট দ্বিতীয় মৌখিক পরীক্ষাকে অবৈধ ঘোষণা করে। তবে সরকারের পক্ষ থেকে ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করা হয়, এবং ২০১০ সালের ১১ জুলাই আপিল বিভাগ সেই আপিল নিষ্পত্তি করে।

আইনজীবী সালাহ উদ্দিন দোলন আরও বলেন, ওয়ান ইলেভেন সরকারের সময় ২৭তম বিসিএসে দ্বিতীয় মৌখিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল এবং তার পরই চূড়ান্ত সুপারিশ করা হয়।