Logo

৫০২ দিন পর গোলের দেখা পেলেন নেইমার, সান্তোসের জয়

দীর্ঘ ৫০২ দিন পর প্রতিযোগিতামূলক ম্যাচে গোলের দেখা পেলেন ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার।

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ৫০২ দিন পর প্রতিযোগিতামূলক ম্যাচে গোলের দেখা পেলেন ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার। রোববার সাও পাওলো রাজ্য চ্যাম্পিয়নশিপে আগুয়া সান্তার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে নিজের প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখেন তিনি।

চলতি বছরের জানুয়ারির শেষে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে আসেন নেইমার, তবে তার পারফরম্যান্স নিয়ে সমালোচনা চলছিল। ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড ২৩৪ ম্যাচে সান্তোসের হয়ে এটি ছিল তার ১৩৯তম গোল। ২০১৩ সালে ইউরোপে পাড়ি দেওয়ার পর থেকে তার গোল করার এই মুহূর্তটি ছিল অনেক কাঙ্ক্ষিত।

অলিম্পিক ও ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর এই ম্যাচে শুধু গোলই করেননি, বরং একটি অ্যাসিস্টও করেন। প্রথমার্ধের ১৪তম মিনিটে বক্সে প্রতিপক্ষের ফাউলের শিকার হয়ে পেনাল্টি আদায় করেন, এবং নিজেই গোল করেন। ম্যাচ শেষে সান্তোস ৩-১ ব্যবধানে জয় পায়।

এখন প্রশ্ন, ইনজুরি কাটিয়ে তার পরবর্তী পারফরম্যান্স কেমন হয়।