Logo

‘ইরেশের বিরুদ্ধে হত্যা মামলা হাস্যকর, সাবধান সরকার’

এভাবে মামলায় ইরেশকে যুক্ত করার বিষয়কে হাস্যকর।

ফাইল ছবি

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: জুলাই আন্দোলনে রাজধানীর মিরপুরে গুলিতে বিএনপি কর্মী মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অভিনেতা ইরেশ যাকেরসহ ৪০৮ জনকে এজাহারনামীয় আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় অভিনেতা ইরেশ যাকেরের নাম ১৫৭ নম্বর এজাহারনামীয় আসামি হিসেবে রয়েছে।

তবে এভাবে মামলায় ইরেশকে যুক্ত করার বিষয়কে হাস্যকর বলে মন্তব্য করেছেন জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা নির্মাতা আশফাক নিপুণ।

এ বিষয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে আশফাক নিপুণ লেখেন, ‘’৩১ জুলাই ফার্মগেটে আমার সাথে, আমাদের অনেকের সাথে পুরোটা সময় ইরেশ যাকের এবং তাঁর স্ত্রী দাঁড়িয়েছিলেন 'জুলাই হত্যাকাণ্ডের' প্রতিবাদে। উনার এবং আমাদের অনেক সহকর্মী একই সময় বিটিভি ভবনে শোক প্রকাশ করতে গেলেও উনি সেখানে যাননি। উনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত হচ্ছে, হোক; কিন্তু উনার বিরুদ্ধে হত্যা মামলা নিতান্তই হাস্যকর।’’

‘আচ্ছা, বলো তো, মরে গেলে কেমন লাগে?’‘আচ্ছা, বলো তো, মরে গেলে কেমন লাগে?’

তিনি আরও লেখেন, ‘এরকম গায়েবী মামলায় আসামি করতে গিয়ে জুলাই হত্যাকাণ্ডের সত্যিকারের আসামিদের পরিত্রাণের পথ যে সুগম করে দেয়ার পায়তাঁরা হচ্ছে, সেই বিষয়ে সাবধান হন সরকার।’

এদিকে রবিবার (২৭ এপ্রিল) আদালত সূত্রে জানা গেছে, নিহতের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পী গত ২০ এপ্রিল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন। ওইদিন আদালত তার জবানবন্দি রেকর্ড করে অভিযোগটি মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জকে নিয়মিত মামলা হিসেবে নেওয়ার নির্দেশ দেন।

মামলায় সাবেক এমপি-মন্ত্রী, ঢাকার সাবেক দুই মেয়র, সাংবাদিক, ব্যবসায়ী, নির্বাচন কমিশনার, আইনজীবী, অভিনেতাসহ মোট ৪০৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাংলাফ্লো/এসবি

Leave a Comment

Comments 0