Logo

করোনা শনাক্ত ১৫, মৃত্যু ২ জনের

এর আগে গত ৪ জুন করোনায় আক্রান্ত হয়ে রাজধানীতে একজনের মৃত্যু হয়। স্বাস্থ্য অধিদফতর জানায়, মারা যাওয়া ওই ব্যক্তি পুরুষ।

প্রতীকী ছবি

বাংলাফ্লো ডেস্ক

ঢাকা: দেশে ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় করোনায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) সকাল ৮টা থেকে শুক্রবার (১৩ জুন) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মারা যাওয়া ওই দুই জন নারী। তাদরে মধ্যে একজন ঢাকার, অন্যজন চট্টগ্রামের। এ নিয়ে এ বছর করোনায় তিন জনের মৃত্যু হলো।

অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ১৭৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে ১৫ জনের করোনা শনাক্ত হয়।

এর আগে গত ৪ জুন করোনায় আক্রান্ত হয়ে রাজধানীতে একজনের মৃত্যু হয়। স্বাস্থ্য অধিদফতর জানায়, মারা যাওয়া ওই ব্যক্তি পুরুষ। তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এছাড়া নমুনা পরীক্ষার বিপরীতে এ বছর এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক পাঁচ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২০ লাখ ৫১ হাজার ৮০০ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া তিন জনসহ মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৪০১ জন।

বাংলাফ্লো/আফি

Leave a Comment

Comments 0