বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: দেশে চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়কালে জাতীয়ভাবে প্রায় ২১ লাখ লোক চাকরি হারিয়েছেন বা কর্মহীন হয়েছেন। এর মাঝে ১৮ লাখ অর্থাৎ ৮৫ শতাংশ নারী কর্মহীন হয়েছেন।
সোমবার (২৬ মে) রাজধানীর গুলশানের একটি হোটেলে জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ‘ইউএন উইমেন’ এর সহযোগিতায় ‘জেন্ডারভিত্তিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের অর্থনীতির অবস্থা’ শীর্ষক উপস্থাপিত গবেষণা প্রতিবেদনে উদ্বেগজনক এ তথ্য উঠে আসে।
অনুষ্ঠানটির আয়োজক ‘এসডিজি বিষয়ক নাগরিক প্লাটফর্ম, বাংলাদেশ’। অনুষ্ঠানে গবেষণা উপাত্ত তুলে ধরেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান।
প্রতিবেদনে আরও জানানো হয়, দেশের শ্রমবাজারে নারীর অংশগ্রহণ এখনো অনেক কম। মাত্র ১৯ শতাংশ নারী বর্তমানে শ্রমের সঙ্গে যুক্ত। যদিও অর্থ বা সম্পদের ওপর নারী ও পুরুষের প্রভাব আপাতদৃষ্টিতে একই রকম, তবে ব্যয় সংকোচনের ক্ষেত্রে নারীরাই প্রথম শিকার হন।
গবেষণা অনুযায়ী, কয়েক বছর আগেও প্রতি মাসে প্রায় ৯ হাজার নারী কাজের সন্ধানে বিদেশে যেতেন। তবে গত দুই-তিন বছরে এ হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়ে সাড়ে ৪ হাজারের নিচে নেমে এসেছে।
শুধু তাই নয়, শিক্ষা, স্বাস্থ্য ও আর্থিক ক্ষেত্রেও নারীর উন্নয়নের গতি কমে গেছে। এমনকি কিছু ক্ষেত্রে আগে অর্জিত অগ্রগতিও হুমকির মুখে পড়েছে বলে উল্লেখ করা হয় গবেষণা প্রতিবেদনে।
বিশেষজ্ঞরা জানান, নারীর কর্মসংস্থান হ্রাস ও উন্নয়নের গতি কমে যাওয়াকে বাংলাদেশের অর্থনীতির জন্য অশনিসংকেত।
আর তাই জেন্ডারভিত্তিক বৈষম্য দূর করে নারীর পূর্ণাঙ্গ অর্থনৈতিক অংশগ্রহণ নিশ্চিতে জরুরি পদক্ষেপের ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।
অনুষ্ঠান সঞ্চালনা ও স্বাগত বক্তব্য রাখেন সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন জাতিসংঘের নারী বিষয়ক সংগঠন ইউএন উইমেনের প্রতিনিধি গীতাঞ্জলি সিং।
ঢাকায় নিযুক্ত সুইডেন দূতাবাসের ডেভেলপমেন্ট কো-অর্ডিনেশন প্রোগ্রাম পরিচালক মারিয়া স্ট্রিডসম্যান সম্মানীয় অতিথি হিসেবে বক্তব্য দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব মো. আবুল কালাম আজাদ।
বাংলাফ্লো/আফি
Comments 0