বাংলাফ্লো প্রতিনিধি
ময়মনসিংহ: ময়মনসিংহের ভারত সীমান্তবর্তী ধোবাউড়া ও হালুয়াঘাট সীমান্ত দিয়ে গুজরাট থেকে ধরে এনে ২২ জনকে পুশ ইন করেছে বিএসএফ। শনিবার(২জুন) মধ্য রাতের পর তাদেরকে পুশ ইন করা হয়।
ধোবাউড়া সীমান্তের মুন্সিপাড়া সীমান্ত পিলার ১১৪১/৮ এস পয়েন্ট দিয়ে পুশ ইন করা হয় দুই পরিবারের নারী, পুরুষ ও শিশুসহ ১২ জনকে। গুজরাট পুলিশের হাতে আটক হওয়া এই ১২ জনকে গোহাটি বিমানবন্দর ও মেঘালয় হয়ে তাদেরকে পুশ ইন করা হয়। বিজিপি মুন্সিপাড়া ক্যাম্পে তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। হালুয়াঘাট সীমান্ত দিয়ে পুশ ইন করা হয়েছে আরও ১০ জনকে।
বিষয়টি নিশ্চিত করে নেত্রকোনা বিজিবি ক্যাম্পের সিইও কামরুজ্জামান জানান, জিজ্ঞাসাবাদে তারা জানান, তারা ২০০৪ সালে এবং পরবর্তী বিভিন্ন সময়ে সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে চলে যায় এবং গুজরাটে বসবাস করে।
গত ২৪ মে প্রায় ২২০ জনকে গুজরাট পুলিশ আটক করে তাদের আসামের গোহাটি বিমানবন্দরে নিয়ে আসে। পরে বিভিন্ন ক্যাম্পে রেখে বিভিন্ন সীমান্ত দিয়ে তাদের পুশ ইন করা হয়।
বাংলাফ্লো/আফি
Comments 0