Logo

বগুড়ার ট্রাকের ধাক্কায় বাইক আরোহী ৩ কলেজ শিক্ষার্থী নিহত

আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন কলেজ শিক্ষার্থী বন্ধু নিহত হয়েছেন।

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি

বগুড়া: আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন কলেজ শিক্ষার্থী বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জুন) বিকালে উপজেলার শিবপুর এলাকায় আদমদীঘি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের পাশে বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান জানান, ট্রাকটি

জব্দ করা সম্ভব হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন।

নিহতরা হলেন- সরকারি আজিজুল হক কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, বগুড়া সদরের গোকুল উত্তরপাড়ার শাহজাহান আলীর ছেলে মুশফিকুর রহমান (২১), গাইবান্ধার সাঘাটা উপজেলার দক্ষিণ সাফালিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম লিঙ্কন (২১) ও একই উপজেলার গুরুজন উল্লা সোনাতলা গ্রামের হাফিজুর রহমানের ছেলে মো. সোয়াইব (২৫)।

আদমদীঘি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আফাজ উদ্দিন মন্ডল, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কয়েকজন বন্ধু কয়েকটি মোটরসাইকেলে নওগাঁয় বেড়াতে যান। একটি মোটরসাইকেলে মুশফিকুর রহমান, শফিকুল ইসলাম লিঙ্কন ও মো. সোয়াইব ছিলেন। বৃহস্পতিবার বিকালে সবাই নওগাঁ থেকে মোটরসাইকেলে বগুড়ার দিকে যাচ্ছিলেন। পথে বিকাল সাড়ে ৪টার দিকে বগুড়ার আদমদীঘি উপজেলার শিবপুর এলাকায় ফায়ার সার্ভিসের পাশে বগুড়া-নওগাঁ সড়কে পৌঁছেন। এ সময় দ্রুতগতিতে আসা নওগাঁগামী ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ওই মোটরসাইকেলের আরোহী তিন বন্ধু রাস্তায় ছিটকে পড়লে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম লিঙ্কন ও মুশফিকুর রহমান মারা যান। গুরুতর আহত মো. সোয়াইবকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কিছুক্ষণ পর তিনিও মারা যান।

আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনার পর নওগাঁর দিকে পালিয়ে যাওয়ার সময় ট্রাকটি জব্দ করা সম্ভব হলেও এর চালক ও হেলপার পালিয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের

মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় সড়ক পরিবহণ আইনে মামলা হয়েছে।

বাংলাফ্লো/এসকে

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0