জেলা প্রতিনিধি
বরগুনা: বরগুনার আমতলী উপজেলায় বাস ও ব্যাটারী চালিত ইজিবাইকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
শনিবার (২১ জুন) উপজেলার পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের কেওয়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার গাজীপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার ইবতেদায়ী শাখার সিনিয়র শিক্ষক আব্দুল আজিজ (৫৫), তার মেয়ে মোছাদ্দিকা (২৫) ও বেয়াইন খালেদা (৪৫)। নিহতরা উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের সোনাখালী গ্রামে বাসিন্দা। তারা সবাই ইজিবাইকের যাত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরের দিকে ইকরা পরিবহনের একটি বাস কুয়াকাটার দিকে যাচ্ছিল। পথিমধ্যে কেওয়াবুনিয়া স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইাজবাইকটি দুমড়ে-মচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ইজিবাইকে থাকা তিনজন মারা যায়। এছাড়া, শিশুসহ আরও ৪ জন আহত হয়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম আরিফ বলেন, দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।
বাংলাফ্লো/এনআর
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0