বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: রাজধানীর হাজারীবাগ টেনারিমোড়ে একটি বাসার পানির ট্যাংক পরিষ্কারের সময় বিস্ফোরণে শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
গতকাল শনিবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- চামড়া ব্যবসায়ী জিয়া উদ্দিন (৪৫), তার দুই মেয়ে ফারিয়া সুলতানা (৩) ও নাজিয়া সুলতানা রাফিয়া (৮) এবং দিনমজুর বেলাল হোসেন (৩০)।
দগ্ধ জিয়া উদ্দিনের ভাগিনা এইচ.এম শাহপরান বলেন, টেনারিমোড় এলাকায় নিজের দুতলা বাড়ি জিয়াউরের। ওই বাড়িতে ভাড়া থাকেন বেলাল হোসেন। বাড়ির পানির টাংক পরিষ্কার করতে নামেন বেলাল। পানির ট্যাংকের ঢাকনা সরিয়ে সেখানে অন্ধকার থাকায় বিদ্যুৎ সংযোগ দিয়ে একটি বাতি লাগাচ্ছিলেন। তখন পাশে দাঁড়িয়ে ছিলেন জিয়া ও তার দুই মেয়ে। এসময় বিস্ফোরণ হলে চারজনই দগ্ধ হন। তাদেরকে উদ্ধার করে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রাতে সেখান থেকে তাদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, বেলালের শরীরে ১৭ শতাংশ, জিয়ার ৪, ফারিয়ার ৫ ও রাফিয়ার ৬ শতাংশ পুড়ে গেছে। তবে বেলাল বাদে বাকি ৩ জনকে ছেড়ে দেয়া হচ্ছে। তাদের অবস্থা ভালো আছে। বেলালকে ভর্তি রাখা হচ্ছে।
বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধদের শরীরে ৩-৪ শতাংশ করে পুড়ে গেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।
বাংলাফ্লো/এসকে
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0