Logo

৪৮তম বিসিএস: ৩০০০ স্বাস্থ্য ক্যাডার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) আগামী জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। সুনির্দিষ্ট তারিখ ও সময় পরবর্তী সময়ে কমিশনের ওয়েবসাইটে এবং সংবাদমাধ্যমে প্রকাশ করা হবে।

ছবি সংগৃহীত

বাংলাফ্লো ডেস্ক

ঢাকা: ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫-এ তিন হাজার স্বাস্থ্য ক্যাডার পদে নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি। এর মধ্যে সহকারী সার্জন পদে ২৭০০টি এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০টি পদে নিয়োগ হবে।

বৃহস্পতিবার (২৯ মে) এই বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বিষয়টি জানিয়েছেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা এসএম মতিউর রহমান।

পরীক্ষার অনলাইন আবেদন এবং ফি জমাদান শুরু হবে ১ জুন সকাল ১০টা থেকে। অনলাইনে আবেদন শেষ হবে ২৫ জুন সন্ধ্যা ৬টায়। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ অর্থাৎ ২৫ জুন সন্ধ্যা ৬টার মধ্যে সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে ইউজার আইডিপ্রাপ্ত প্রার্থীরাই কেবল ওই সময়ের পরবর্তী ৭২ ঘণ্টা অর্থাৎ ২৮ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়ের মধ্যে ফি জমা দিতে পারবেন।

৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) আগামী জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। সুনির্দিষ্ট তারিখ ও সময় পরবর্তী সময়ে কমিশনের ওয়েবসাইটে এবং সংবাদমাধ্যমে প্রকাশ করা হবে।

এর আগে ২৭ মে বিশেষ বিসিএস পরীক্ষা নেওয়ার জন্য বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরকারি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ এর সংশোধন করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সংশোধিত বিধিমালা অনুযায়ী, ক্যাডার পদসমূহে নিয়োগের জন্য বিশেষ বিসিএস পরীক্ষার আওতায় পরীক্ষার মাধ্যমে প্রয়োজনীয় অভিযোজনসহ প্রার্থী সুপারিশ করতে পারবে।

লিখিত পরীক্ষা ২০০ নম্বর, মৌখিক পরীক্ষা ১০০ নম্বরসহ নিয়োগ পরীক্ষা হবে মোট নম্বর ৩০০-এ।

লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি ২০ নম্বর করে এবং মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বর করে মোট ১০০ নম্বর। আর সংশ্লিষ্ট ক্যাডার এবং প্রযোজ্য ক্ষেত্রে পদের জন্য প্রাসঙ্গিক বিষয়ে পরীক্ষা হবে ১০০ নম্বরের। প্রতিটি এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাবেন। ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কর্তন করা হবে।

লিখিত পরীক্ষায় পাস নম্বর কমিশন থেকে নির্ধারিত হবে। মৌখিক পরীক্ষার ন্যূনতম পাস নম্বর ৫০।

লিখিত পরীক্ষা কেবল ঢাকায় অনুষ্ঠিত হবে। তবে প্রার্থী সংখ্যা এবং পরিস্থিতি বিবেচনায় কমিশনের নিকট প্রয়োজনীয় প্রতীয়মান হলে ঢাকার বাইরে অন্যান্য কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা যাবে।

বিজ্ঞপ্তিটি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd)-এ অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd)-এ পাওয়া যাবে।

বাংলাফ্লো/আফি

Leave a Comment

Comments 0