Logo

৫০০ টাকার জন্য খুন হলেন গৌতম

null

মাদারীপুর প্রতিনিধি: পাওনা টাকার জন্য মিষ্টি দোকানের কর্মচারী গৌতম বসুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে মাদারীপুর শহরের প্রাণকেন্দ্র পুরাণবাজারের স্বর্ণকারপট্টীতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত তপন সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের শ্রী স্বনন্দের ছেলে। তিনি নিহত গৌতম বসুর বন্ধু। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, পুরাণবাজারে যাদব মিষ্টান্ন ভাণ্ডারে কাজ করেন গৌতম বসু। সপ্তাহখানেক আগে তার কাছ থেকে ৫০০ টাকা ধার নেন তপন। শনিবার সকালে ধারের টাকা চাইতে গেলে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। পরে বিকেলে মিষ্টির দোকানে কাজ করা অবস্থায় গৌতমকে কুপিয়ে আহত করার অভিযোগ ওঠে তপনের বিরুদ্ধে। গৌতমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যান তিনি। পরে গুরুতর অবস্থায় গৌমতকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত গৌতমের বড় ভাই মঙ্গল বসু বলেন, আমার ভাইকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। মাত্র ৫০০ টাকার জন্য ভাইকে প্রাণ দিতে হবে বুঝতে পারিনি। আমি এ ঘটনায় জড়িত তপনের বিচার চাই। পাশাপাশি তপনকে যারা উসকানি দিয়েছে তাদেরও বিচার চাই। মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. অখিল সরকার বলেন, গৌতম নামে এক যুবককে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। অল্প কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তার। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। অতিরিক্ত রক্তক্ষরণেই এই মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর পলাতক তপন। তাকে ধরতে পুলিশের অভিযান চলছে। জেবি