বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: ২০২৭ সাল থেকে নতুন শিক্ষাক্রমে ৬ষ্ঠ শ্রেণির কার্যক্রম শুরু হচ্ছে। এরই মধ্যে এনসিটিবি কাজ শুরু করেছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। আজ বুধবার (৪ জুন) শিক্ষামন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। সেই সঙ্গে আগামী জুলাই থেকে কলেজগুলোতে অনলাইনে শুরু হবে শিক্ষকদের বদলি।
শিক্ষার নানা বিষয় নিয়ে বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা। এ সময় শিক্ষকদের বদলি, শিক্ষাক্রম, আগামী বছরের বইয়ের বিষয়ও উঠে আসে।
আগামী বছরের বইয়ের পান্ডুলিপিতে যাতে কোন ভুল ভ্রান্তি না থাকে সেজন্য সতর্কতার সাথে কাজ করা হচ্ছে বলে জানান শিক্ষা উপদেষ্টা। তিনি বলেন, কাগজের মান নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না। ২০২৭ সালে ৬ষ্ঠ শ্রেণিতে নতুন শিক্ষাক্রমে বই দেওয়ার পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার।
শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেন, ‘বইয়ের মান খুবই গুরত্বপূর্ণ। সেই কারণেই এটা নিয়ে আমাদের মাঝে আলাপ-আলোচনা কিছুটা বিতর্কও হচ্ছে যে, আমরা কত তাড়াতাড়ি করব আগামী বছরের বইয়ের জন্য। সেখানে কিছু সমস্যা রয়েছে কিন্তু সেই সমস্যাকে যদি আমরা বেশি প্রাধান্য দেই তাহলে কিন্তু মানসম্মত বই আমরা দিতে পারব না।’
বদলি নিয়ে শিক্ষকদের ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়। এজন্য জুলাই থেকে অনলাইনে বদলি হবে। সেই সঙ্গে মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা যদি অনিয়মের সাথে জড়িত থাকে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপদেষ্টা।
শিক্ষা উপদেষ্টা বলেন, ‘মেধাবী শিক্ষার্থীরাও যেন আকৃষ্ট হন শিক্ষকতা পেশায়। সেজন্য বদলি, পদন্নতি এবং প্রশাসনিক চাপে যেন শিক্ষকরা হয়রানির শিকার না হন, এ প্রক্রিয়াগুলোকে আরও সহজ এবং স্বচ্ছ করা হচ্ছে।’
দেশে বেকার সমস্যা সমাধানে কারিগরি শিক্ষাকে এগিয়ে নিতে নানা উদ্যোগের কথাও জানানো হয়।
ড. খ ম কবিরুল ইসলাম বলেন, ‘পৃথিবীব্যাপী কারিগরি শিক্ষাটা চলে প্রাইভেট সেক্টরের হাতে হাত ধরে। কিন্তু আমরা কারিগরি শিক্ষার সঙ্গে প্রাইভেট সেক্টরের মেলবন্ধন করতে পারিনি। সেটার জন্য কয়েকটা উদ্যোগ আমরা নিয়েছি।’
যোগ্যদের উপাচার্য হিসেবে নিয়োগের জন্য নির্বাচনের প্যানেল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0