বাংলাফ্লো প্রতিনিধি
হবিগঞ্জ: আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে ৮০ বছরের বৃদ্ধ শেখ আক্কল আলী ও তার পরিবারকে জোরপূর্বক বের করে দিয়ে ঘরে তালা দিয়েছে এলাকার প্রভাবশালী কালা মিয়া ও তার লোকজন। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মোহাম্মদপুর এলাকার বড়বান্দ আশ্রয়ণ প্রকল্পে ঘটে এই ঘটনা।
মঙ্গলবার (২৭ মে) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে রান্না করা খাবার খেতে পারেননি তারা। ঘরে তালাবদ্ধ থাকা হাঁস-মুরগিরাও অনাহারে মারা যাচ্ছে। বর্তমানে বৃদ্ধ দম্পতি ও তাদের পুত্রবধু তিন শিশু সন্তানসহ অন্যের বারান্দায় রাত কাটাচ্ছেন।
ভুক্তভোগীরা জানান, ২০২২ সালের শেষের দিকে আশ্রয়ণ প্রকল্পে একটি ঘর বরাদ্দ পান আক্কল আলী। ঘরটিতে স্ত্রী সন্তানদের নিয়ে বসবাস করছিলেন তিনি। তবে ঘরের পাশের খাস জমিতে দালান নির্মাণ করে বসবাস শুরু করেন কালা মিয়া ও তার পরিবার। এরপর থেকে দখলের পাঁয়তারা চলতে থাকে।
ঘটনার রাতে কালা মিয়া ও তার স্ত্রী স্বপ্না বেগমসহ পরিবারের সদস্যরা আক্কল আলীর পরিবারকে ঘর থেকে জোর করে বের করে দেয়। প্রতিবাদ করলে তাদের মারধরও করা হয়।
আক্কল আলীর স্ত্রী বৃদ্ধা আমিরজান বিবি জানান, ‘ঘরের সব কিছু রেখে বের করে দিয়েছে। রান্নার হাঁড়ি-পাতিল, ধান-চাল, কাপড়-চোপড় সবই ঘরের ভেতরে তালাবদ্ধ। তিনদিন ধরে অনাহারে আছি, অন্যের বারান্দায় রাত কাটাচ্ছি।’
পুত্রবধু বলেন, ‘তিন শিশু সন্তানকে নিয়ে এক কাপড়ে আছি। ঘরে থাকা হাঁস-মুরগিরাও না খেয়ে মরছে। এমনকি ঘটনার সময় আমরা খাবার খেতে যাচ্ছিলাম, কিন্তু সেটিও খেতে পারিনি।’
অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদুর রহমান জানান, ‘বানিয়াচংয়ের ইউএনওর সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নিরবতায় প্রভাবশালীরা দিনেদুপুরে আশ্রয়ণের ঘর দখল করে সাধারণ মানুষকে নির্যাতন করেও পার পেয়ে যাচ্ছে।
ভুক্তভোগীরা অভিযোগ জানানোর পরও এখনো কোনো ব্যবস্থা নেয়নি উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৯ মে) জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তারা।
এ বিষয়ে জাতীয় পার্টি নেতা ও দখলকারীর ভাই এনায়েত বলেন, ‘আমার সঙ্গে দেখা করলে হাঁস-মুরগি উদ্ধার করে দেব।’
বাংলাফ্লো/আফি
Comments 0