বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: রাজধানীর গুলশান মানেই গুরুত্বপূর্ণ স্থান যেখানে নিয়মিত বিচরণ বিদেশি কূটনীতিকদের। এই এলাকাতেই ২০১৬ সালের ১ জুলাই অভিজাত রেস্তরাঁ হলি আর্টিজানে ঘটে নারকীয় এক জঙ্গি হামলা, জিম্মি করা হয় দেশি-বিদেশি নাগরিকদের। এরপর শুরু হয় উৎকণ্ঠা। চলে প্রায় ১২ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান। বাংলাদেশ সেনাবাহিনীর ‘অপারেশন থান্ডারবোল্ট’ নামে কমান্ডো অভিযান পরিচালনা করা হয়।
এ দিন ১৭ জন বিদেশিসহ মোট ২২ জন নিহত হন। নিহত হয় হামলাকারী পাঁচ জঙ্গিও।
ভয়াবহ সেই জঙ্গি হামলার ৯ বছর আজ (১ জুলাই)।
বিশেষজ্ঞরা বলছেন, উগ্রবাদ ও জঙ্গিবাদ নিয়ে আর 'ঝুঁকি নেই' বা 'নিয়ন্ত্রণে আছে'- এমন কথা বলে বলে আত্মতুষ্টির সুযোগ নেই। এখন হয়তো ভয় কমেছে, জঙ্গি হামলা নেই। কিন্তু উগ্রবাদী কার্যক্রম থেমে নেই। তাই ঝুঁকি থাকবেই এবং জন্য সর্বত্র নজরদারি বাড়ানোর বিকল্প নেই।
জানতে চাইলে সাবেক পুলিশ মহাপরিদর্শক নুরুল হুদা বলেন, হলি আর্টিজানের মতো বড় ও নিখুঁত হামলা স্মরণে রাখলে আত্মতুষ্টির সুযোগ নেই, ঝুঁকি বিবেচনায় সতর্ক থাকতে হবে।
এর পাশাপাশি নিরবচ্ছিন্ন নজরদারি অব্যাহত রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, উগ্রবাদ জঙ্গিবাদী কার্যক্রম কখনো থেমে যায় না। সুতরাং সিকিউরিটি থ্রেট নেই এটা মনে করার কোনো কারণ নেই। জঙ্গিবাদ-উগ্রবাদ এটা একটা মতাদর্শ। তাদের লোকজন সীমিত হলেও অনলাইন ও অফলাইনে কার্যক্রমে সহজেই যুক্ত হতে পারেন তারা।
তিনি আরও বলেন, তারা (জঙ্গি) কিন্তু বসে নেই। ভবিষ্যতে মাথাচাড়া দেবে না, বড় সিকিউরিটি থ্রেট তৈরি করবে না বা বড় হামলার ঝুঁকি তৈরি করবে না- এটা মনে করলে ভুল হবে। এখন কিছুটা নিয়ন্ত্রণে আছে বলে স্বস্তি কিংবা আত্মতুষ্টির সুযোগ নেই। বরং থ্রেট বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনীকে কাজ করে যেতে হবে।
বাংলাদেশ পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) ভারপ্রাপ্ত প্রধান ডিআইজি আক্কাস উদ্দিন ভুঁইয়া বলেন, জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার থাকা এবং ৫ আগস্টের পর জামিনে মুক্ত হওয়া ব্যক্তিদের নজরদারিতে রাখা হচ্ছে। জেল থেকে পলাতক জঙ্গিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। অনেকে ধরাও পড়েছেন। স্বস্তির সুযোগ নেই। আমরা পরিবর্তিত পরিস্থিতিতে এটিইউ, সিটিটিসি ও র্যাবসহ অন্যান্য ইউনিট সম্মিলিতভাবে কাজ করছি। আমরা এলার্ট আছি।
জানতে চাইলে সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ করিম বলেন, আমরা বর্তমানে স্বস্তিকর অবস্থায় আছি, ভালো আছি মনে করছি। তবে নজরদারি বন্ধ রাখিনি। এটা চলমান থাকবে।
বাংলাফ্লো/আফি
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0