Logo

ধনাঢ্য বাবার গাড়ি নিয়ে রাস্তায় কলেজ শিক্ষার্থী, প্রাণ গেল এক তরুণের

ধনাঢ্য ব্যবসায়ীর প্রাইভেট কার নিয়ে রাস্তায় বেরিয়েছিলেন সদ্য কৈশোর পার করা কলেজ পড়ুয়া ছেলে।

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি

চট্টগ্রাম: ধনাঢ্য ব্যবসায়ীর প্রাইভেট কার নিয়ে রাস্তায় বেরিয়েছিলেন সদ্য কৈশোর পার করা কলেজ পড়ুয়া ছেলে। ফাঁকা সড়কে বেপরোয়া গতিতে চালানো গাড়ি তুলে দেয় এক সাইকেল আরোহী তরুণের ওপর। মর্মান্তিকভাবে সেখানেই প্রাণ হারায় ওই তরুণ।

বুধবার (১১ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে নগরীর হালিশহর থানার বড়পোল এলাকার সিলভার বেলস স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর স্থানীয় লোকজন প্রাইভেট কারের চালক তানিমকে আটক করে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তার গাড়িটি জব্দ করা হয়েছে।

নিহত তরুণের নাম ওসমান গণি (২০), বাড়ি বান্দরবান জেলায়। এর বেশি তথ্য এখনো পুলিশ পায়নি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

পুলিশ জানায়, আটক তানিম হোসেন (১৯) নগরীর হালিশহর আবাসিক এলাকার বাসিন্দা আশরাফ হোসেনের ছেলে। তানিম চট্টগ্রাম সরকারী কমার্স কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাবা একজন ব্যবসায়ী বলে পুলিশ জানতে পেরেছে।

ঘটনাস্থলে যাওয়া হালিশহর থানার উপ-পরিদর্শক (এসআই) তীর্থঙ্কর দাশ প্রত্যক্ষদর্শীদের জানান, ওসমান সাইকেল চালিয়ে বড়পোল অভিমুখে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কার প্রথমে সাইকেলকে ধাক্কা দেয়। এতে সড়কের পাশে ছিটকে পড়েন সাইকেল আরোহী। এরপর কার উঠে যায় তার ওপর। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এসআই তীর্থঙ্কর দাশ সারাবাংলাকে বলেন, ‘গাড়িটি বাবার। ছেলে সেভাবে গাড়ি চালাতেও জানে না। তার ড্রাইভিং লাইসেন্স নেই। ঈদের কারণে সড়ক কিছুটা ফাঁকা। এ সুযোগে ছেলে গাড়ি নিয়ে বের হয়ে রাস্তায় বেপরোয়া গতিতে চালাচ্ছিল। এতে দুর্ঘটনা ঘটেছে।’

বাংলাফ্লো/এসকে

Leave a Comment

Comments 0