Logo

গেজেটের নির্দেশনা অনুযায়ী আ.লীগের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

‘প্রজ্ঞাপনে যে ধরনের নির্দেশনা থাকবে আমরা সেভাবে কাজ করবো।’

স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: আওয়ামী লীগ ও এর ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর বিরুদ্ধে সরকারের গেজেটের নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীগুলো ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

সোমবার (১২ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘প্রজ্ঞাপনে যে ধরনের নির্দেশনা থাকবে আমরা সেভাবে কাজ করবো।’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত তাদের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে সোমবার (১২ মে) প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

বাংলাফ্লো/এসও

Leave a Comment

Comments 0