স্পোর্টস ডেস্ক
ঢাকা: গতকাল কার্যতালিকা থেকে বাদ দেওয়া হলেও আজ সদ্য অপসারিত বিসিবি সভাপতি ফারুক আহমেদের করা রিটের কথা শুনেছেন হাইকোর্ট। বিসিবির পরিচালক হিসেবে ফারুকের মনোনয়ন বাতিল এবং আমিনুল ইসলামকে পরিচালক মনোনীত করার সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত বলে ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
তবে এতে আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বর্তমান বোর্ডের কার্যক্রম চালিয়ে যেতে অসুবিধা নেই। আদালত জানিয়ছেন, বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের স্থিতাবস্থা বজায় রাখতে।
হাইকোর্টের এই সিদ্ধান্ত নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফারুক আহমেদ গনমাধ্যমকে বলেছেন, ‘এটা আমার জন্য আংশিক বিজয়।’
এর আগে গত ২৯ মে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে। পরদিন আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলামকে এনএসসি বিসিবির পরিচালক হিসেবে মনোনীত করে। পরিচালক মনোনীত হওয়ার পর বিসিবির পরিচালনা পর্ষদের ভোটে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আমিনুল।
এ দুটি সিদ্ধান্ত নিয়ে গত পরশু হাইকোর্টে রিট করেন ফারুক আহমেদ। গতকাল শুনানিতে বিষয়টি কার্যতালিকা থেকে বাদ দেওয়া হলেও আজ এ বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছেন আদালত।
বাংলাফ্লো/এসও
Comments 0