বাংলাফ্লো প্রতিনিধি
গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে বাসচালক ও শ্রমিকদের ওপর চাঁদাবাজি, হামলা ও মারধরের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে পরিবহন শ্রমিকেরা।
আজ সোমবার সকাল ৭টা থেকে উপজেলার জৈনাবাজার বাসস্ট্যান্ড এলাকায় এ অবরোধ শুরু হয়। পরে পুলিশ প্রশাসনের আশ্বাসে দেড় ঘণ্টা পর মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করেন শ্রমিকেরা। অবরোধের কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
অবরোধে অংশ নেওয়া পরিবহন শ্রমিকদের অভিযোগ, রোববার মধ্যরাতে স্থানীয় মেম্বারের ছেলে ফাহিমের নেতৃত্বে ১০ থেকে ১৫টি মোটরসাইকেলে করে একদল লোক এসে প্রভাতী বনশ্রী পরিবহনের শ্রমিকদের ওপর হঠাৎ হামলা চালায়। এক পর্যায়ে তারা বাস ভাঙচুর ও মারধর করে। এ সময় প্রতিটি গাড়ি থেকে এক হাজার টাকা করে চাঁদা দাবি করে তারা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা চালকের সহকারী আরিফুল ইসলামকে অটোরিকশায় তুলে নিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে পরিবহন শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবহন শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল শুরু হয়। চাঁদা দাবির অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক।
বাংলাফ্লো/আফি
Comments 0