বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: ৫ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ চান জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২৭ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।
জুলাই গণঅভ্যুত্থান এবং ‘নতুন বাংলাদেশ দিবস’-এর নামকরণ নিয়ে মতভেদ দেখা দিয়েছে। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ অনেকেই এই নামকরণে আপত্তি তুলেছেন। এ ইস্যুতে কথা বলেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও।
তিনি বলেছেন, ৮ আগস্ট নয় ৫ আগস্টকেই নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত।
প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন ৫ আগস্টকে অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থান দিবস হিসেবে ঘোষণা করেছে। অন্যদিকে, আওয়ামী লীগ সরকার পতনের পর নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের দিনটিকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করা হয়।
এই নামকরণে আপত্তি তুলেছেন অনেকেই। তারা চান ৫ আগস্টকেই নতুন ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা করা হোক।
বাংলাফ্লো/আফি
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0