Logo

পেকুয়ায় ইজিবাইকের ধাক্কায় আওয়ামী লীগ নেতা নিহত

পেকুয়া উপজেলায় দ্রুতগতির ইজিবাইকের ধাক্কায় নাছির উদ্দীন নামে এক স্থানীয় আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন।

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি

কক্সবাজার: পেকুয়া উপজেলায় দ্রুতগতির ইজিবাইকের (টমটম) ধাক্কায় নাছির উদ্দীন (৫৫) নামে এক স্থানীয় আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। রবিবার (২৯ জুন) রাত ৮টার দিকে সাবমেরিন নৌঘাঁটি সড়কের ভোলাইয়াঘোনা চরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

নিহত নাছির উদ্দীন ভোলাইয়াঘোনা চরপাড়া এলাকার মৃত জাফর আলমের ছেলে। তিনি পেকুয়া সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নাছির উদ্দীন রাতের দিকে নিজ বাড়ি থেকে পেকুয়া বাজারে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে বাজারমুখী দ্রুতগতির একটি ইজিবাইক তাকে জোরে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান এবং মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে রাত ১টার দিকে তিনি মারা যান।

নাছির উদ্দীনের ভাই মফিজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে একটি ইজিবাইকের ধাক্কায় নাছির ভাই গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে তার মৃত্যু হয়।

বাংলাফ্লো/এসকে

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0