বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেছেন, বিএনপির স্থায়ী কমিটিসহ সিনিয়র কয়েকজন নেতা।
শনিবার (৭ জুন) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজায় যান বিএনপির শীর্ষস্থানীয় নেতারা।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, নেতাদের মধ্যে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, সালাহ উদ্দিন আহমদ, বেগম সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
এই দলে আরও আছেন, দলটির ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন, আব্দুল আউয়াল মিন্টু, উপদেষ্টা কাউন্সিল সদস্য আব্দুল হালিম, মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর, জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার ও
চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলবেন বলে জানা গেছে।
বাংলাফ্লো/এনআর
Comments 0