Logo

মাটিরাঙ্গা সীমান্তে ফের ৯ জনকে পুশইন করেছে বিএসএফ

মাটিরাঙ্গায় শান্তিপুর সীমান্ত দিয়ে ৯ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী।

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি

খাগড়াছড়ি: মাটিরাঙ্গায় শান্তিপুর সীমান্ত দিয়ে ৯ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (২৬ জুন) ভোরের দিকে তাদের মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়নের শান্তিপুর সীমান্ত দিয়ে পাঠায় বিএসএফ। এ নিয়ে গত দুই মাসে জেলায় নারী-শিশুসহ ১১৭ জনকে বাংলাদেশে পাঠিয়েছে বিএসএফ।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম বিষয়টি নিশ্চিত করে বলন, মাত্র ৮ দিনের মাথায় আবারো নারী, পুরুষ ও শিশুসহ ৯ জনকে জোরপূর্বক পুশইন বিএসএফ। পরে তাদের স্থানীয় বিজিবির হেফাজতে বেলছড়ি উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছে। পরিচয় যাচাইবাছাই করা হচ্ছে। যাচাই শেষে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে গত ৭ মে খাগড়াছড়ির মাটিরাঙ্গার শান্তিপুর, তাইন্দং ও পদপানছড়ির সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়। সর্বশেষ ১৯ জুন মাটিরাঙ্গার তাইন্দংয়ের তানাক্কাপাড়া সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৩ জনকে পাঠায় বিএসএফ।

বাংলাফ্লো/এসকে

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0