বাংলাফ্লো প্রতিনিধি
ফেনী: ফেনী ছাগলনাইয়ার মথুয়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ বাংলাদেশি নাগরিককে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদের চারজন পুরুষ, তিনজন নারী ও ছয়জন শিশু রয়েছে।
আজ শুক্রবার সকাল ৯টার দিকে ফেনী ব্যাটালিয়ন ৪ বিজিবির ছাগলনাইয়া বিওপির নিয়মিত টহলের সময় মথুয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।
ফেনী-৪ বিজিবি জানায়, সকালে সীমান্তের একটি পরিত্যক্ত ঘরের মধ্যে শিশুসহ ১৩ জন নাগরিককে দেখে সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা জানায় বিভিন্ন সময় ইট-ভাটার কাজ করার জন্য ভারতে প্রবেশ করেছে। আজ রাত সাড়ে ১২টার দিকে সীমান্ত পিলার ২১৯৪/৪-এস দিয়ে বিএসএফ তাদের হাত ও চোখ বেঁধে সীমান্ত এলাকায় নিয়ে আসে এবং পরে হাত ও চোখের বাঁধন খুলে কৌশলে বাংলাদেশে পুশ-ইন করে। দুর্যোগপূর্ণ আবহাওয়া, রাতের অন্ধকার এবং এলাকা সম্পর্কে অবগত না থাকায় তাদের মথুয়া এলাকায় পরিত্যক্ত একটি বাড়িতে অবস্থান করে। আটককৃত সকলেই কুড়িগ্রাম জেলার বাসিন্দা।
ফেনী বিজিবির সিও লে. কর্নেল মোশাররফ হোসেন জানান, বিজিবি কর্তৃক উদ্ধারকৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা ও ঠিকানা নিশ্চিত করার জন্য ছাগলনাইয়া থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন। এই ব্যাপারে স্থানীয় জেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে। স্থানীয় প্রশাসনের মাধ্যমে উদ্ধারকৃতদের পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।
সীমান্তে পুশ-ইন এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এর আগে গত ২২মে ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত দিয়ে বাংলাদেশি ৩৯ জন নাগরিককে পুশ-ইন করে বিএসএফ, যাদের প্রত্যেককে তাদের নিজ এলাকায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাফ্লো/আফি
Comments 0