Logo

বৈরী আবহাওয়া, সাথে যানজটের আশঙ্কা আজ সারাদিন

আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

ফাইল ছবি

বাংলাফ্লো ডেস্ক

ঢাকা: আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঢাকায় বুধবার দুপুরের পরে শুরু হয় মুষলধারে বৃষ্টি। এরপর সন্ধ্যায় কমে এলেও মধ্যরাতে বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়। সেই ধারাবাহিকতায় বৃষ্টি হয়েছে সকালেও। বৃহস্পতিবার (২২ মে) সকালে মেঘে ঢেকে ছিল সূর্য। সকাল ৯ টায় ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি পড়তে থাকে। এতে অফিসগামী মানুষ আর স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েন। এই বৃষ্টি আজকে সারাদিন থেমে থেমে বিভিন্ন এলাকায় হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।   

এদিকে, গত দুদিনের মতো রাজধানীর কাকরাইল এবং শাহবাগ এলাকায় আজও বিভিন্ন দাবিতে আন্দোলন-কর্মসূচির কারণে রাস্তা বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। এতে করে আশেপাশের এলাকায় দুপুরের আগে থেকে  যানজট শুরু হতে পারে। গতকাল কাকরাইল, মৎস্য ভবন এলাকায় ইশরাককে মেয়র ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও কর্মসূচির মাধ্যমে রাস্তা বন্ধ করে রাখে বিএনপির কর্মীরা। এখনও তারা সেখানেই অবস্থান করছে। অন্যদিকে বেলা ১১টা নাগাদ সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের রাস্তায় অবস্থান নেওয়ার কর্মসূচি আছে ছাত্রদলের। এতে করে এসব এলাকায় যানজটের শঙ্কা আছে। পাশাপাশি আশেপাশের এলাকায়ও এর প্রভাব পড়তে পারে। একদিকে বৃষ্টি আর অন্যদিকে এই রাস্তায় আটকিয়ে আন্দোলনের কারণে রাজধানীবাসী আজও চরম ভোগান্তির শিকার হতে যাচ্ছে বলে মনে করছেন সাধারণ মানুষ।

আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আজ, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।এছাড়া রংপুর ও ময়মনসিংহ,ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের  বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস।

বাংলাফ্লো/আফি

Leave a Comment

Comments 0