স্পোর্টস ডেস্ক
ঢাকা: ইউরো ২০২৫ শুরুর মাত্র ক’দিন আগে স্পেন নারী দলের জন্য এ যেন বাজ পড়ার মতো খবর! টানা দুইবারের ব্যালন ডি’অর এবং ফিফা বর্ষসেরা নারী ফুটবলার আইতানা বোনমাতি ভাইরাল মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার জাপানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৩-১ গোলের জয় পেলেও, ম্যাচ শেষে স্প্যানিশ কোচ মন্টসে তোমে জানালেন দুঃসংবাদটি। ‘ডাক্তাররা জানিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। মেনিনজাইটিস শব্দটা ভীতিকর শোনালেও চিন্তার কিছু নেই। আইতানাকে নিয়ে আমরা ধৈর্য ধরছি,’ বললেন তোমে।
২৭ বছর বয়সী মিডফিল্ডার বোনমাতি ইনস্টাগ্রাম স্টোরিতে হাসপাতালের বিছানায় বসে খেলা দেখার একটি ছবি শেয়ার করে মনোবল দেখিয়েছেন। কিন্তু তার মাঠে ফেরা কবে—তা নিয়ে এখনই কিছু বলার নেই দলের। ‘তার জন্য আমরা যতটা সম্ভব অপেক্ষা করব,’ বলেও জানিয়ে রাখেন তোমে।
বার্সেলোনার এই তারকা ইতোমধ্যেই স্পেনের জার্সিতে ৭৮ ম্যাচে ৩০ গোল করেছেন। ২০২৩ নারী বিশ্বকাপ ও ২০২৪ নেশন্স লিগ জয়ে ছিল তার অসামান্য অবদান। এমন একজন খেলোয়াড়কে ছাড়া ইউরো শুরু করা স্পেনের জন্য হবে এক বিশাল চ্যালেঞ্জ।
গ্রুপ ‘বি’-তে স্পেনের প্রতিপক্ষ পর্তুগাল, ইতালি ও বেলজিয়াম। ৩ জুলাই পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে লা রোজা। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে স্পেন নারীদের সর্বোচ্চ সাফল্য ১৯৯৭ সালের সেমিফাইনাল—এবার কি সেই ইতিহাস বদলানোর মিশন শুরুই হবে দুঃসংবাদের ছায়ায়?
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0