Logo

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ইমন-তানভীরের অভিষেক

এই ম্যাচ দিয়ে ওয়ানডের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের যাত্রা শুরু হচ্ছে। আর ওয়ানডেতে অভিষেক হয়েছে উইকেটকিপার–ব্যাটার পারভেজ হোসেন ও বাঁহাতি স্পিনার তানভীর হোসেনের।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর এবার ওয়ানডেতে তাদের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। কলম্বোয় আজ সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নামছে সফরকারীরা।

এই ম্যাচ দিয়ে ওয়ানডের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের যাত্রা শুরু হচ্ছে। আর ওয়ানডেতে অভিষেক হয়েছে উইকেটকিপার–ব্যাটার পারভেজ হোসেন ও বাঁহাতি স্পিনার তানভীর হোসেনের।

বাংলাদেশ দলে তিন পেসার রাখা হয়েছে। ওপেনার হিসেবে মোহাম্মদ নাঈমের জায়গায় খেলছেন পারভেজ হোসেন। অন্যদিকে কলম্বোর উইকেটে সাধারণত স্পিনারদের প্রাধান্য দেখা গেলেও শ্রীলঙ্কা এবার তিন পেসার নিয়ে খেলছে। এর ফলে মিলান রত্নায়েকে ওয়ানডে অভিষেকের সুযোগ পেয়েছেন।

এই ম্যাচের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটে ওয়ানডেতে আনুষ্ঠানিকভাবে 'পঞ্চপাণ্ডব' যুগের সমাপ্তি ঘটলো। ২০ বছর ও ৩৩১টি ওয়ানডে ম্যাচের পর এবারই প্রথম কোনো ম্যাচে বাংলাদেশের একাদশে নেই পাঁচ অভিজ্ঞ ক্রিকেটার—সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।

এই দীর্ঘ সময়জুড়ে প্রতিটি ম্যাচেই অন্তত একজন থাকতেন একাদশে। সর্বশেষ এমনটা ঘটেছিল ২০০৫ সালের ৪ সেপ্টেম্বর, এবং মজার ব্যাপার হলো, সেই ম্যাচটিও হয়েছিল এই প্রেমাদাসা স্টেডিয়ামেই!

বাংলাদেশ একাদশ:

১. তানজিদ হাসান

২. পারভেজ হোসেন

৩. নাজমুল হোসেন শান্ত

৪. লিটন দাস (উইকেটকিপার)

৫. তৌহিদ হৃদয়

৬. মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক)

৭. জাকের আলী

৮. তানজিম হাসান

৯. তাসকিন আহমেদ

১০. তানভীর ইসলাম

১১. মোস্তাফিজুর রহমান

শ্রীলঙ্কা একাদশ:

১. নিশান মাদুশকা

২. পাথুম নিসাঙ্কা

৩. কুশল মেন্ডিস

৪. কমিন্দু মেন্ডিস

৫. চারিথ আসালাঙ্কা (অধিনায়ক)

৬. জেনিথ লিয়ানাগে

৭. মিলান রত্নায়েকে

৮. ওয়ানিন্দু হাসারাঙ্গা

৯. মাহিশ থিকশানা

১০. ইশান মালিঙ্গা

১১. আসিথা ফার্নান্দো

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0