স্পোর্টস ডেস্ক
ঢাকা: টস জিতে ব্যাট করা শ্রীলঙ্কাকে ২৪৪ রানে অলআউট করেছে বাংলাদেশ। জবাব দিতে নেমে শুরুতে ওপেনার পারভেজ ইমন ফিরে যান। পরে তানজিদ তামিমের সঙ্গে নাজমুল শান্তর জুটিতে একশ’ হতেই রান আউট হন শান্ত। ৩ রান যোগ হতেই লিটন দাস, তানজিদ তামিম, তাওহীদ হৃদয় ও মেহেদী মিরাজ আউট হয়েছেন।
বাংলাদেশ ১৯.২ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৩ রানে ব্যাট করছে। ক্রিজে আছেন জাকের আলী ও তানজিম সাকিব।
এর আগে ইমন ১৬ বলে তিন চারের শটে ১৩ রান করে ফিরেছেন। শান্ত ২৬ বলে ২৩ রান করে রান আউটে কাটা পড়েছেন। লিটন দাস শূন্য করে হাসারাঙ্গার বলে লেগ বিফোর হন। ওই ওভারেই শট খেলতে গিয়ে দুর্দান্ত ক্যাচে তানজিদ তামিম ৬১ বলে ৬২ রান করে ফিরে যানন। তিনি নয়টি চার ও একটি ছক্কা মেরেছেন।
এরপর তাওহীদ হৃদয়কে (১) বোল্ড করে দিয়েছেন কামিন্দু মেন্ডিস। মিরাজ লেগ বিফোর হয়ে ফিরেছেন হাসারাঙ্গার বলে।
এর আগে শ্রীলঙ্কার হয়ে অধিনায়ক চারিথা আশালঙ্কা ১২৩ বলে ১০৪ রানের ইনিংস খেলেন। এছাড়া কুশল মেন্ডিস ৪৫ ও জানিথ লিয়ানাগে ২৯ রান যোগ করেন। অলরাউন্ডার মিলান রত্নায়েকে ও ওয়ানিন্দু হাসারাঙ্গা ২২ করে রান করেন।
বাংলাদেশের হয়ে বল হাতে তাসকিন আহমেদ ৪ উইকেট নিয়েছেন। অন্য পেসার তানজিম সাকিব নিয়েছেন ৩ উইকেট। স্পিন বোলিংয়ে তানভীর ইসলাম ও নাজমুল শান্ত একটি করে উইকেট নিয়েছেন।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0