Logo

কলম্বোর মাঠে নামার আগে মধুর সমস্যায় বাংলাদেশ!

কলম্বো টেস্টে বাংলাদেশের ট্রাম্পকার্ড হতে পারেন মিরাজ। সবশেষ জিম্বাবুয়ে সিরিজে ব্যাটিং-বোলিংয়ে ঝলক দেখিয়ে সিরিজ সেরা হয়েছিলেন তিনি। তার আগে পাকিস্তান সিরিজেও একই স্বীকৃতি পেয়েছিলেন।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: অসুস্থতার কারণে গলে খেলতে পারেননি মেহেদী হাসান মিরাজ। আগামীকাল (বুধবার) কলম্বোতে শুরু হচ্ছে দ্বিতীয় ও শেষ টেস্ট। কলম্বো টেস্টে বাংলাদেশের ট্রাম্পকার্ড হতে পারেন মিরাজ। সবশেষ জিম্বাবুয়ে সিরিজে ব্যাটিং-বোলিংয়ে ঝলক দেখিয়ে সিরিজ সেরা হয়েছিলেন তিনি। তার আগে পাকিস্তান সিরিজেও একই স্বীকৃতি পেয়েছিলেন। ক্রিকেটের অভিজাত সংস্করণে তিনি কতটা ছন্দে আছেন, সেটার পক্ষে কথা বলবে পরিসংখ্যান। ২০১৯ সাল থেকে শুরু হওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ৮৭ উইকেট তার দখলে। এই মুহূর্তে অনেকটাই সুস্থ মিরাজ, খেলতে পুরোপুরিই প্রস্তুত বলে জানা গেছে।

গলে মিরাজের বদলি হয়ে খেলতে নেমেছিলেন অফস্পিনার নাঈম হাসান। তবে সুযোগটা বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছেন প্রথম ইনিংসে পাঁচ উইকেটসহ নিয়েছেন ৬টি উইকেট। এমন পরিস্থিতিতে একাদশ সাজানো নিয়ে দ্বিধায় পড়েছেন কোচিং স্টাফরা। প্রধান কোচ ফিল সিমন্স বিষয়টি স্বীকার করে বলেছেন, 'মিরাজ নিঃসন্দেহে বিশ্বমানের, ব্যাটিং-বোলিং দুই বিভাগেই আমাদের শক্তি বাড়ায়। তবে নাঈম গলে অসাধারণ খেলেছে। এমন পারফরম্যান্সের পর কাউকে বাদ দেওয়া কঠিন। তবে সবাই দলীয় প্রয়োজনীয়তা বোঝে। আজকের ট্রেনিংয়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবো।'

কলম্বোতে বাংলাদেশ তিন স্পিনার নাঈম, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ খেলবে নাকি পেসার বাড়ানো হবে সেই ব্যাপারে স্পষ্ট কোনও ধারণা দিতে পারেননি সিমন্স। বাংলাদেশের প্রধান কোচ বলেন, ‘উইকেট যেমনই হোক, প্রথমে মানিয়ে নিতে হয়। গল টেস্টে নাঈম ভালো করেছে। তাকে একাদশ থেকে বাদ দেওয়া কঠিন। তবে দলের জন্য যেটা ভালো হবে, সেই সিদ্ধান্ত নেবো।’

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0