Logo

১০ রানের লিডে বাংলাদেশ, নাঈমের ৫ উইকেট

দেশের বাইরে প্রথমবার বোলিংয়ের সুযোগ পেয়ে ৫ উইকেট নিলেন নাঈম হাসান, বাংলাদেশকে এনে দিলেন ১০ রানের লিড।

ছবি : সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: দেশের বাইরে প্রথমবার বোলিংয়ের সুযোগ পেয়ে ৫ উইকেট নিলেন নাঈম হাসান, বাংলাদেশকেএনে দিলেন ১০ রানের লিড।

এক সময়ে যা মনে হচ্ছিল অভাবনীয়, সেটাই করে দেখালেন নাঈম। লাঞ্চে যাওয়ার সময় মাত্র ৩০ রানে এগিয়ে ছিল বাংলাদেশ। ক্রিজে ছিলেন শ্রীলঙ্কার দুই থিতু ব‍্যাটসম‍্যান। হাতে ছিল ৪ উইকেট।

দ্বিতীয় সেশনে ঘুরে দাঁড়িয়ে ২০ রানে শেষ ৪ উইকেট তুলে নিল বাংলাদেশ। এতে সামনে থেকে নেতৃত্ব দিলেন নাঈম। ক‍্যারিয়ারে চতুর্থবার পেলেন ৫ উইকেট, শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয়বার।

আসিথা ফার্নান্দোকে বোল্ড করে শ্রীলঙ্কার প্রথম ইনিংস ৪৮৫ রানে গুটিয়ে নেন নাঈম।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৪৯৫

শ্রীলঙ্কা ১ম ইনিংস: (আগের দিন ৩৬৮/৪) ১৩১.২ ওভারে ৪৮৫ (কামিন্দু মেন্ডিস ৮৭, ধানাঞ্জায়া ১৯, কুসাল মেন্ডিস ৫, মিলান রাত্নায়াকে ৩৯, থারিন্ডু রাত্নায়াকে ০, জয়াসুরিয়া ১১*, আসিথা ৪; হাসান ২১-৪-৭৪-৩, নাহিদ ১৯-০-৯৭-০, তাইজুল ৪১-৩-১৫৬-১, নাঈম ৪৩.২-৪-১২১-৫, মুমিনুল ৭-০-২৮-১)

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0