Logo

৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ

বাংলাদেশ মিয়ানমারকে হারাতে পারলে প্রথমবারের মতো নারী এশিয়ান কাপ ফুটবলে খেলার সুযোগ পাবে। আগামী বছর অস্ট্রেলিয়ায় হবে এশিয়ান কাপের মুল পর্ব।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: নারী এশিয়ান কাপ বাছাইয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে খেলছে বাংলাদেশ। মিয়ানমারের ইয়াঙ্গুন স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে আছে। ১৮ মিনিটে ঋতুপর্ণা চাকমা দুর্দান্ত গোল করেন।

বক্সের একেবারে সামনে ফ্রী কিক পেয়েছিল বাংলাদেশ। ঋতুপর্ণার ফ্রী কিক প্রথমে মিয়ানমারের রক্ষণ দেয়ালে প্রতিহত হয়। ফিরতি বলে ঋতুপর্ণা জোরালো কোনাকুনি শট করেন। এতে মিয়ানমারের রক্ষণ ও গোলরক্ষক উভয় পরাস্ত হয়। বল জালে জড়ানোর সাথে ইয়াঙ্গুনের গ্যালারিতে প্রবাসী বাংলাদেশিদের উল্লাস।

ঋতুপর্ণা গোল করলেও গুরুত্বপূর্ণ জায়গায় ফ্রী কিক পাওয়ার পেছনে অবদান শামসুন্নাহারের। কাউন্টার অ্যাটাক থেকে বল পেয়ে তিনি একাই বক্সে প্রবেশ করছিলেন। মিয়ানমারের দুই ডিফেন্ডার তার গতির সঙ্গে পেরে উঠেননি। বক্সের ঠিক আগে ধাক্কা দিয়ে ফেলে দেন। রেফারি ফাউলের বাঁশি বাজান।

বাংলাদেশ গোল পাওয়ার পর খেলায় আধিপত্য বিস্তার করে। দুটি কর্ণার আদায় করে লিড পাওয়ার পর। শামসুন্নাহার দারুণ একটি সুযোগ মিস করেন। বা প্রান্ত থেকে বাড়ানো বলে তিনি পোস্টে বল রাখতে পারলে ব্যবধান দ্বিগুণ করতে পারত বাংলাদেশ।

মিয়ানমার বাংলাদেশের চেয়ে র‍্যাংকিংয়ে অনেক এগিয়ে। স্বাগতিক হওয়ায় সমর্থক তাদের পক্ষে। এরপরও বাংলাদেশ ম্যাচের শুরু থেকে দারুণভাবে লড়ছে। প্রথমার্ধের শেষ দশ মিনিট অবশ্য মিয়ানমার বাংলাদেশের উপর অনেক চাপ তৈরি করে। একবার বাংলাদেশের জালে বলও পাঠিয়েছিল। রেফারি সেই গোল বাতিল করে।

প্রথমার্ধে ভাগ্যের সহায়তা পেয়েছে বাংলাদেশ। মিয়ানমারের আক্রমণ একটি ক্রসবারে লেগে ফেরত আসে। ফিরতি বল মিয়ানমারের ফরোয়ার্ডের পায়েই পড়েছিল। সেই বলও জালে পাঠাতে পারেননি স্বাগতিক দলের ফুটবলার। প্রথমার্ধের শেষ কয়েক মিনিট বাংলাদেশের গোলরক্ষক রুপ্না চাকমা দুই বার গোল পোস্ট ছেড়ে বেরিয়ে এসে পরাস্ত হয়েছিলেন। বড় বিপদ থেকে পরিত্রাণ পায় মিয়ানমার ফুটবলারদের ফিনিশিং ব্যর্থতায়।

বাংলাদেশ মিয়ানমারকে হারাতে পারলে প্রথমবারের মতো নারী এশিয়ান কাপ ফুটবলে খেলার সুযোগ পাবে। আগামী বছর অস্ট্রেলিয়ায় হবে এশিয়ান কাপের মুল পর্ব। বাছাই পর্বে আট গ্রুপের চ্যাম্পিয়ন, স্বাগতিক অস্ট্রেলিয়া ও গত আসরের শীর্ষ তিন দল খেলবে চূড়ান্ত আসরে।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0