Logo

প্রথমার্ধেই বাহরাইনের জালে ৫ গোল বাংলাদেশের

জোড়া গোল করেছেন তহুরা খাতুন।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। মিয়ানমারের ইয়াংগুনে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলতে নেমেছে র‌্যাংকিংয়ে বাহরাইনের বিপক্ষে। ১০ মিনিটে শামসুন্নাহার জুনিয়রের গোলে লিড নেওয়া বাংলাদেশ প্রথমার্ধে গোল করেছে ৫টি।

জোড়া গোল করেছেন তহুরা খাতুন। অন্য তিন গোল ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার, কোহাতি কিসকুর। শুরু থেকেই বাংলাদেশ প্রাধান্য নিয়ে খেলতে থাকেন বাহরাইনের বিপক্ষে। ৩৬ ধাপ এগিয়ে থাকা মধ্যপ্রাচ্যের দলটি প্রথমার্ধে কোনঠাসা হয়েই ছিল।

মাঝমাঠ শক্তিশালী করে দল সাজিয়েছিলেন পিটার বাটলার। বামদিকে ঋতুপর্ণা চাকমা, ডান দিকে শামসুন্নাহার জুনিয়র ও মাঝে তহুরা খাতুনকে দিয়ে আক্রমণ শানিয়েছেন কোচ। তাতে পুরোপুরি সফল বাটলার।

জয় নিয়ে মাঠ ছাড়লে এটাই হবে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রথম উদযাপন।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0