Logo

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪৮৪/৯

গল টেস্টে দাপুটে ব্যাটিং করেছেন তিন তারকা। বাড়তি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন সাবেক ও বর্তমান অধিনায়ক মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: আলোকস্বল্পতার কারণে আগেভাগেই দ্বিতীয় দিনের খেলা শেষ। বৃষ্টিতে প্রায় আড়াই ঘণ্টা খেলা বন্ধ থাকার পর ফের যখন শুরু হয় তখন শেষ বিকেলে ৩১.৪ ওভার খেলা হওয়ার কথা ছিল।

কিন্তু গলে আজ শেষ বিকেলে খেলা হলো ২০.৪ ওভার। বৃষ্টি–বিরতির সময় বাংলাদেশের স্কোর ছিল ৪ উইকেটে ৪২৩। শেষ সেশনে ফিরেছেন ডাবল সেঞ্চুরির স্বপ্ন দেখা মুশফিকুর রহিম, নড়বড়ে নব্বইয়ে আউট হয়েছেন লিটন দাস।

এরপর আরও ৩ উইকেট তুলে নিয়েছে শ্রীলংকা। বাংলাদেশ দ্বিতীয় দিনটা শেষ করল ৯ উইকেটে ৪৮৪ রান নিয়ে। আগামীকাল তৃতীয় দিনের খেলা শুরু হবে ১৫ মিনিট আগে বাংলাদেশ সময় সোয়া ১০টায়।

গল টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেট হারিয়ে ৪৮৪ রান।

গল টেস্টে দাপুটে ব্যাটিং করেছেন তিন তারকা। বাড়তি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন সাবেক ও বর্তমান অধিনায়ক মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত।

দ্বিতীয় দিনে স্কোর মোটাতাজা করতে গিয়ে ওয়ানডের আদলে ব্যাট করেন লিটন কুমার দাস। তিনি ১২৩ বলে ১১টি চার আর এক ছক্কার সাহায্যে ৯০ রান করে করে ফেরেন মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাস।

শূন্য রানে অপরাজিত আছেন ‍দুই পেস বোলার হাসান মাহমুদ ও নাহিদ রানা। আগামীকাল তৃতীয় দিনে দলকে তারা কতো দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন তা সময়ই বলে দেবে।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0