Logo

ইতিহাস গড়ে এশিয়ান কাপে বাংলাদেশের মেয়েরা

বাংলাদেশের অপেক্ষা ছিল শুধু তুর্কিমেনিস্তান ও বাহরাইন ম্যাচের ড্র। শেষ মুহূর্তের নাটকীয়তা ২-২ গোলে দু দলের ম্যাচ ড্র হলে লাভের গুড় খায় বাংলাদেশ।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: ইতিহাস গড়েছেন বাংলাদেশের মেয়েরা। প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপে খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশের নারী ফুটবলাররা। নিজেদের কাজটা আগেই সেরে রেখেছিল বাংলাদেশ।

বাছাই পর্বের প্রথম দুই ম্যাচে বাহরাইন ও মায়ানমারকে হারিয়ে।

বাংলাদেশের অপেক্ষা ছিল শুধু তুর্কিমেনিস্তান ও বাহরাইন ম্যাচের ড্র। শেষ মুহূর্তের নাটকীয়তা ২-২ গোলে দু দলের ম্যাচ ড্র হলে লাভের গুড় খায় বাংলাদেশ। কেননা ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের সেরা দল হয়েছে বাংলাদেশ। তুর্কিমেনিস্তানের বিপক্ষে যদি শেষ ম্যাচে হারেও তবু শীর্ষে থাকবে বাংলাদেশ।

এমনকি স্বাগতিক মায়ানমার বাইরাইনের বিপক্ষে জিতলেও।

অথচ এর আগে এশিয়া কাপে দুইবার (২০১৪ ও ২০২২) কখনোই জয় পায়নি বাংলাদেশ। এবার প্রথম দুই ম্যাচেই যেন সুদে-আসলে সব বুঝে নিল বাংলাদেশের মেয়েরা। প্রতিপক্ষ দুই দলই আবার ফিফা র‌্যাংকিংয়ে বেশ এগিয়ে।

বাংলাদেশের ১২৮ এর বিপরীতে বাহরাইন ৯২ আর মায়ানমার ৫৫ নম্বরে।

৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে প্রথম ম্যাচে ৭-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। আর আজ ৭৩ ধাপ এগিয়ে থাকা স্বাগতিক মায়ানমারকে ২-০ গোলে হারায় ঋতুপর্ণা চাকমা-আফঈদা খন্দকাররা। প্রতিপক্ষকে স্তব্ধ করে দেওয়া দুটি গোলই করেছেন ঋতুপর্ণা। মায়ানমারের বিপক্ষে এটি প্রথম জয়।

এর আগের দেখায় ২০১৮ অলিম্পিক বাছাইয়ে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0