স্পোর্টস ডেস্ক
ঢাকা: দীর্ঘ দুই বছর ধরে কাঁধের সমস্যায় ভুগছেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। স্ট্র্যাপিংয়ের ওপর নির্ভর করেই এতদিন মাঠে থেকেছেন নিয়মিত।
কিন্তু এবার আর ধৈর্য ধরতে পারছেন না তিনি। ক্লাব বিশ্বকাপ শেষ হলেই অস্ত্রোপচারের টেবিলে যাবেন রিয়াল মাদ্রিদের এই তরুণ তারকা।
২০২৩ সালে বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে রিয়ালে যোগ দেওয়ার কয়েক মাস পরেই কাঁধে চোট পান বেলিংহ্যাম। ওই বছর শেষ দিকে ক্লাব ও জাতীয় দলের বেশ কিছু ম্যাচও মিস করতে হয় তাকে। তখন থেকেই চলছে ব্যথা সহ্য করে খেলার লড়াই। নিয়মিত স্ট্র্যাপিং, ফিজিও ও চিকিৎসকদের সহায়তায় মাঠে নামলেও এবার সেটিও যেন ক্লান্তিকর হয়ে উঠেছে।
গত রোববার ক্লাব বিশ্বকাপে মেক্সিকোর ক্লাব পাচুয়াকে ৩-১ গোলে হারায় রিয়াল মাদ্রিদ। দলের হয়ে প্রথম গোলটি করেন বেলিংহ্যাম। ম্যাচ শেষে সংবাদমাধ্যমে তিনি জানান, এবার সময় হয়েছে সমস্যা সমাধানের।
তিনি বলেন, ‘এখন খুব বেশি ব্যথা নেই ঠিকই, কিন্তু প্রতিনিয়ত স্ট্র্যাপিং করে খেলতে খেলতে হাঁপিয়ে উঠেছি। ঘাম বেশি হওয়ার কারণে ওজনও কমে যাচ্ছে। আমি অপেক্ষা করতে করতে ক্লান্ত। এবার অস্ত্রোপচার করিয়ে এই সমস্যা থেকে মুক্ত হতে চাই। ’
‘লম্বা সময় ধরে ধৈর্য ধরেছি। তবে ফিজিও ও মেডিকেল টিম যেভাবে পাশে থেকেছে, তাদের জন্য কৃতজ্ঞ। কিন্তু আমি এখন মুক্তভাবে খেলতে চাই, যন্ত্রণা ছাড়াই। ’—যোগ করেন বেলিংহ্যাম।
তবে অস্ত্রোপচারের পর মাঠে ফিরতে কতদিন সময় লাগবে, সে বিষয়ে এখনো কিছু নিশ্চিত করেনি ক্লাব কিংবা বেলিংহ্যাম নিজে। সবকিছু নির্ভর করছে অস্ত্রোপচারের ধরণ ও পুনর্বাসন প্রক্রিয়ার ওপর।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0