স্পোর্টস ডেস্ক
ঢাকা: যুক্তরাষ্ট্রে চলছে ৩২ দলে ক্লাব বিশ্বকাপ। আগামী বছর জুনে যুক্তরাষ্ট্রেই হবে ৪৮ দলের ফিফা বিশ্বকাপ। চলমান ক্লাব বিশ্বকাপ যুক্তরাষ্ট্রের জন্য বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ। আর এই ক্লাব বিশ্বকাপ খেলতে গিয়েই খেলোয়াড়রা জানাচ্ছেন নানা সমস্যার কথা।
এবার ফিফাকে আগামী বছর হতে যাওয়া বিশ্বকাপের ভেন্যু নিয়ে সতর্ক করলেন রিয়াল মাদ্রিদে খেলা ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। গরম আবহাওয়ার কথাও জানান।
ক্লাব বিশ্বকাপের ম্যাচ হচ্ছে ১২ স্টেডিয়ামে। যার পাঁচটিতে হবে বিশ্বকাপের ম্যাচও। সূচি অনুযায়ী ক্লাব বিশ্বকাপের কিছু ম্যাচ হচ্ছে স্থানীয় সময় দুপুর বা বিকেলে। বলাই যায় ৪৮ দেশ নিয়ে হওয়া বিশ্বকাপের সময়ও এমন সময়ে ম্যাচ হতে পারে। যদিও ফিফা ম্যাচের তারিখ ঘোষণা করলেও এখনও সময় নির্ধারণ করেনি। গ্রুপিংও হয়নি।
এখন দেশটিতে গ্রীষ্মকাল। ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও খেলোয়াড়দের কাছে আসহনীয় লাগছে।
ক্লাব বিশ্বকাপে পাচুকার বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে কথা বলেন বেলিংহ্যাম। তিনি বলেন, 'সত্যি বলতে এখানে পিচ (মাঠ) খুব বেশি ভালো নয়। আমি জানি বিষয়টি সবার জন্যই এক হবে তবে এখানে অনেক গরম। বল ধরে রাখে, খুব একটা বাউন্সও হয় না। হাঁটুর জন্যও এই মাঠ ভালো নয়। আশা করছি এই বিষয়গুলো দেখা হবে। এখানে আগামী বছর বিশ্বকাপ হবে। সমর্থকদের আনন্দ দেওয়ার সঙ্গে আমাদের খেলোয়াড়দেরও সুরক্ষা করতে হবে।'
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0