Logo

ব্যাগেজ রুলসে মোবাইল ও স্বর্ণ আনায় বড় ছাড়

প্রবাসী বাংলাদেশিদের বাড়তি সুবিধা এবং যাত্রীবান্ধব সেবা নিশ্চিত করতে জাতীয় রাজস্ব বোর্ড ব্যাগেজ রুলস সংশোধন করেছে।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: প্রবাসী বাংলাদেশিদের বাড়তি সুবিধা এবং যাত্রীবান্ধব সেবা নিশ্চিত করতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ব্যাগেজ রুলস সংশোধন করেছে।

গত ২ জুন ‌‘অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা, ২০২৫’ জারি করা হয়। বুধবার (২ জুলাই) ইস্যুকৃত নতুন এসআরওতে কিছু সংশোধনী আনা হয়েছে।

এনবিআর জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ সংশোধনসহ সার্বিক বিবেচনায় নতুন ব্যাগেজ রুলস এর উল্লেখযোগ্য পরিবর্তনগুলো নিম্নরূপ :

মোবাইল ফোন আনায় ছাড়

বিদ্যমান ব্যবস্থায় শুল্ক পরিশোধ করে একজন যাত্রী একটি নতুন মোবাইল ফোন আনতে পারেন। পরিবর্তিত ব্যবস্থায় একজন ভ্রমণকারী যাত্রী শুল্ক পরিশোধ না করে প্রতি বছরে একবার একটি নতুন মোবাইল ফোন আনতে পারবেন। তবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক ইস্যুকৃত বিএমইটি কার্ডধারী এবং ন্যূনতম ৬ মাস বিদেশে অবস্থান করেছেন এমন প্রবাসী বাংলাদেশী কোন শুল্ক-কর না দিয়ে বছরে ২টি নতুন মোবাইল ফোন আনতে পারবেন।

স্বর্ণ ও রৌপ্য অলংকারে সুবিধা

কোনোরুপ শুল্ক-কর পরিশোধ না করে একজন যাত্রী কোনো পঞ্জিকা বছরে একবার ভ্রমণে অথবা কয়েকবার ভ্রমণে সর্বমোট ১০০ গ্রাম ওজনের স্বর্ণালংকার বা ২০০ শত গ্রাম ওজনের রৌপ্যের অলংকার আনতে পারবেন। নতুন ব্যবস্থায়, তোলা প্রতি ৫ হাজার টাকা শুল্ক-কর পরিশোধ করে একজন যাত্রী কোনো পঞ্জিকা বছরে একবার ১০ তোলা ওজনের একটি স্বর্ণবার আনতে পারবেন।

বাধ্যতামূলক ব্যাগেজ ঘোষণা

বিদেশ হতে আগত সব যাত্রী অনলাইনে ব্যাগেজ ঘোষণা ফরম জমা দিতে পারবেন। তবে ব্যাগেজ সুবিধার অপব্যবহার রোধকল্পে কাস্টমস হল বা কাস্টমস এলাকা ত্যাগ করার পূর্বেই ব্যাগেজ ঘোষণা প্রদান বাধ্যতামূলক করা হয়েছে।

এনবিআর বলছে, যাত্রীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের প্রতি রাষ্ট্রের দায়িত্ববোধের অংশ হিসেবে এই নতুন নিয়ম প্রণয়ন করা হয়েছে। তবে অন্যান্য ব্যাগেজ সুবিধাগুলো পূর্বের মতোই অপরিবর্তিত থাকবে।

বাংলাফ্লো/এসকে

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0