Logo

ম্যানচেস্টার ইউনাইটেডে ব্রাজিলিয়ান কুনহা!

কুনহা ৫ বছরের (জুন ২০৩০ পর্যন্ত) জন্য চুক্তিবদ্ধ হবেন, সঙ্গে ২০৩১ পর্যন্ত এক্সটেনশনের সুযোগ রয়েছে।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: ম্যানচেস্টার ইউনাইটেড তাদের গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে। ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ডের কাছ থেকে ১০ নম্বর জার্সি নিয়ে তা উলভারহ্যাম্পটনের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ম্যাথিউস কুনহাকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি। এই সপ্তাহে হতে পারে চূড়ান্ত চুক্তি।

ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, ইউনাইটেড ও কুনহার মধ্যে মৌখিক চুক্তি হয়ে গেছে।

কুনহা ৫ বছরের (জুন ২০৩০ পর্যন্ত) জন্য চুক্তিবদ্ধ হবেন, সঙ্গে ২০৩১ পর্যন্ত এক্সটেনশনের সুযোগ রয়েছে।

চুক্তির আর্থিক দিক থেকে জানা গেছে, ইউনাইটেড কুনহার ৬২.৫ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ একবারে পরিশোধ করবে না। তারা কিস্তিতে উলভসকে এই অর্থ প্রদান করবে। এই সপ্তাহেই তারা আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পন্ন করতে এবং খেলোয়াড়কে চূড়ান্ত প্রস্তাব দিতে চায়।

২০১৮ সাল থেকে ম্যানইউর ১০ নম্বর জার্সি পরে আসছেন মার্কাস রাশফোর্ড। কিন্তু বর্তমানে নতুন ম্যানেজার রুবেন আমোরিমের অধীনে তিনি ইউনাইটেড স্কোয়াডে ভবিষ্যৎহীন বলে মনে করা হচ্ছে। শেষ ম্যাচে ২-০ গোলে জেতার পরও তাকে এশিয়ায় ৩২ জনের সফর স্কোয়াডে রাখা হয়নি। এটি আরো স্পষ্ট করে যে ইউনাইটেডের ভবিষ্যৎ পরিকল্পনায় তার স্থান নেই।

সাংবাদিক বেন জ্যাকবসের বরাত দিয়ে গোল ডটকম জানিয়েছে, কুনহা আগামী মৌসুমে ম্যান ইউনাইটেডের ১০ নম্বর জার্সি পরবেন, যা বর্তমানে মার্কাস রাশফোর্ডের। রাশফোর্ডের অ্যাস্টন ভিলায় ছয় মাসের লোনের পর তিনি স্থায়ীভাবে ক্লাব ছাড়ার পথে রয়েছেন।

২৫ বছর বয়সী কুনহা গত মৌসুমে ১৫ গোল ও ৬ অ্যাসিস্ট করে ইউনাইটেডের নজরে আসেন এবং ক্লাব কর্মকর্তারা তাকে রুবেন আমোরিমের আক্রমণভাগ ঢেলে সাজানোর মূল অস্ত্র হিসেবে দেখছেন।

বাংলাফ্লো/এসও

Leave a Comment

Comments 0