Logo

ওয়াসিম আকরামের ২৪ বছরের পুরোনো রেকর্ড বুমরাহ’র দখলে

সাবেক ইংলিশ ক্রিকেটার মার্ক বুচার বুমরাহ’র বোলিং দেখেই বলে দিলেন ‘মনে হচ্ছে সম্পূর্ণ ভিন্ন ক্রিকেট দেখছি।’ দুই সেঞ্চুরির দিনেও নজর কেড়ে নেওয়া বুমরাহ ভেঙে দিয়েছেন ওয়াসিম আকরামের করা ২৪ বছরের পুরোনো এক রেকর্ড।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: ২২ গজে সব বোলার একপ্রান্তে, আর সম্পূর্ণ বিপরীত দিকে জাসপ্রিত বুমরাহ। এমন মন্তব্য এর আগেও শুনতে হয়েছে ভারতীয় এই তারকা পেসারকে। ইংল্যান্ডের হেডিংলিতে চলমান টেস্টে আবারও তেমন কিছুই এলো ধারাভাষ্য বক্স থেকে। সাবেক ইংলিশ ক্রিকেটার মার্ক বুচার বুমরাহ’র বোলিং দেখেই বলে দিলেন ‘মনে হচ্ছে সম্পূর্ণ ভিন্ন ক্রিকেট দেখছি।’ দুই সেঞ্চুরির দিনেও নজর কেড়ে নেওয়া বুমরাহ ভেঙে দিয়েছেন ওয়াসিম আকরামের করা ২৪ বছরের পুরোনো এক রেকর্ড।

গতকাল (শনিবার) ছিল হেডিংলি টেস্টের দ্বিতীয় দিন। আগেরদিনই দুই সেঞ্চুরি পাওয়া ভারত কাল আরেকটি ম্যাজিক ফিগার দেখে ঋষভ পান্তের ব্যাটে। অর্থাৎ, এক ইনিংসে সেঞ্চুরি করেছেন ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল (১০১), অধিনায়ক শুভমান গিল (১৪৭) ও সহ-অধিনায়ক পান্ত (১৩৪)। সাদা পোশাকে ধারাবাহিক ব্যাটিংয়ে ইংল্যান্ডের বিশ্বস্ত নাম ওলি পোপের কাছ থেকে দ্বিতীয় দিন আরেকটি সেঞ্চুরি আসে। দুই সেঞ্চুরির দিনেও আলোচনার কেন্দ্রে বুমরাহ।


আরও পড়ুনঃ শেষ টেস্টে খেলতে পারবেন মিরাজ?


দলকে ব্রেকথ্রু এনে দেওয়ার পাশাপাশি ব্যাটারদের ওপর দারুণ চাপ সৃষ্টিতে তুলনা নেই ভারতীয় এই পেসারের। এখন পর্যন্ত ইংলিশদের পড়া তিনটি উইকেটই বুমরাহ নিয়েছেন। ভারতের করা ৪৭১ রানের পর প্রথম ইনিংসে ব্যাট করছে ইংল্যান্ড। দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ২০৯ রান। ওপেনার বেন ডাকেট ৬২ রান করে আউট হলেও বরাবর ১০০ রানে অপরাজিত আছেন ওলি পোপ। হেডিংলির পিচে অন্য বোলারদের হিমশিম খেতে দেখা গিয়েছিল প্রায় দেড়দিন। যদিও মাত্র ৪১ রানে ভারতের শেষ ৭ উইকেট পড়েছে।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0