বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: ২০২৫-২৬ অর্থবছরের বাজেট পরবর্তী সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে গভীর পর্যালোচনা করা হয়েছে পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআই)- নিয়মিত ‘মান্থলি ম্যাক্রোইকোনমিক ইনসাইটস (এমএমআই)’ আলোচনায়। এতে বাণিজ্যভিত্তিক রাজস্ব নির্ভরতা কমিয়ে আয়ভিত্তিক কর কাঠামো গড়ে তোলার আহ্বান জানানো হয়।
বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীতে আয়োজিত এই সেমিনারের সহযোগিতায় ছিল অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ (ডিএফএটি)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক ও ব্যবসায়িক নেতারা। তারা বাজেট-পরবর্তী আর্থিক সম্ভাবনা, রাজস্ব সংকট, বৈদেশিক বাণিজ্য নীতি এবং কাঠামোগত সংস্কার নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
‘সমন্বিত অবকাঠামো পরিকল্পনা প্রয়োজন’
প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়) শেখ মইনউদ্দিন বলেন, ‘টেকসই উন্নয়নের লক্ষ্যে আমাদের একটি সুসংহত অবকাঠামো পরিকল্পনা প্রয়োজন— যা বিদ্যমান সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করবে এবং ভবিষ্যৎ চাহিদা পূরণে কার্যকর ভূমিকা রাখবে।’
বাণিজ্যনীতি সংস্কারের অভাবই চ্যালেঞ্জ: ড. জাইদী সাত্তার
পিআরআই চেয়ারম্যান ড. জাইদী সাত্তার তার মূল প্রবন্ধে বলেন, ২০২৫-২৬ বাজেটে কাঙ্ক্ষিত বাণিজ্যনীতি সংস্কার না থাকায় এলডিসি উত্তরণের বাস্তব চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা একটি গুরুত্বপূর্ণ সুযোগ হারিয়েছি। তিনি সতর্ক করেন, ইউএসটিআর-এর পাল্টা শুল্ক চাপে বাংলাদেশকে দ্রুত কৌশলগত বাণিজ্য সংস্কার করতে হবে। একইসঙ্গে বাণিজ্যভিত্তিক রাজস্ব নির্ভরতা কমিয়ে আয়ভিত্তিক কর কাঠামো গড়ে তুলতে হবে।
রাজস্ব সংকট স্থিতিশীলতার জন্য হুমকি: ড. আশিকুর রহমান
পিআরআই-এর প্রধান অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান বলেন, সরকার এখন চলতি ব্যয় মেটাতেও ঋণের ওপর নির্ভর করছে। এই রাজস্ব ঘাটতি ব্যাংকিং খাতের পুনর্গঠনসহ জরুরি আর্থিক সংস্কারে প্রতিবন্ধকতা তৈরি করছে।
তিনি রাজস্ব প্রশাসনের আধুনিকায়ন ও সুশাসনের ওপর গুরুত্বারোপ করেন।
আন্তর্জাতিক অংশীদারত্বের ভূয়সী প্রশংসা
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান ডেপুটি হেড অব মিশন ক্লিনটন পবকে। তিনি বলেন, “অর্থনৈতিক অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার জন্য সুশীল নীতিনির্ভর অংশীদারত্ব জরুরি। পিআরআই’র মতো গবেষণা প্রতিষ্ঠানের এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়।
বেসরকারি খাতের চাহিদা অনুযায়ী বাজেট চান ব্যবসায়ীরা
প্যানেল আলোচনায় অংশ নিয়ে বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড)-এর সিইও ফেরদৌস আরা বেগম ও ঢাকা চেম্বারের সাবেক সভাপতি রিজওয়ান রহমান বাজেট প্রণয়নে বেসরকারি খাতের অন্তর্ভুক্তি ও নিয়ন্ত্রণ সংস্কারের প্রয়োজনীয়তার কথা বলেন।
মুদ্রানীতি, মূল্যস্ফীতি ও ডিজিটাল রূপান্তর নিয়ে মুক্ত আলোচনা
অনুষ্ঠানের শেষ পর্বে অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনায় মুদ্রানীতি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং কর প্রশাসনের ডিজিটাল রূপান্তর নিয়ে বিশদ মতবিনিময় হয়। আলোচনা শেষে পিআরআই চেয়ারম্যান ড. সাত্তার উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।
বাংলাফ্লো/এসকে
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0